Connect with us

বাংলাদেশ ক্রিকেট

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটসম্যানদের দাপট


প্রকাশ

:


আপডেট

:

ছবি : বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে নিজেদের মাঝে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ। যেখানে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন লাল দলের ব্যাটসম্যানরা। 

টপ অর্ডারের চার ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে দিন শেষে লাল দলের সংগ্রহ ৭৯.২ ওভারে ৬ উইকেটে ৩১৪ রান। দলটির হয়ে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম।

শ্রীলঙ্কার কাতুয়ানায়েকের চিলাউ মেরিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ম্যাচটি শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ১০টায়। যেখানে তামিসের নেতৃত্বে লাল দল এবং মুমিনুল হকের নেতৃত্বে খেলছে সবুজ দল। আগে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন লাল দলের দুই ওপেনার তামিম ও সাইফ হাসান।

এই দুজনের কাছে পাত্তা পায়নি সবুজ দলের এবাদত হোসেন ও মুকিদুল ইসলাম মুগ্ধরা। প্রথম সেশনে দুর্দান্ত হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। মধ্য বিরতির আগে দলীয় ৯১ রানের সময় ৬৩ রান করে স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন বাঁহাতি এই ওপেনার।

তামিম মাঠ ছাড়ার পর সাইফের সঙ্গে যোগ দেন শান্ত। এই দুজনে অপরাজিত থেকে শেষ পর্যন্ত মধ্য বিরতিতে যায় লাল দল। ২৩ রানে অপরাজিত থেকে মধ্য বিরতিতে যাওয়া সাইফ ফিরেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। দলীয় ১৫৫ রানের সময় স্বেচ্ছায় মাঠ ছাড়েন ৫২ রান করা সাইফ।

তামিম ও সাইফ ছাড়াও এদিন হাফ সেঞ্চুরি ‍তুলে নিয়েছেন শান্ত। মুশফিককে সঙ্গে নিয়ে গড়েছিলেন ৪৯ রানের জুটি। ২০৪ রানের সময় স্বেচ্ছায় মাঠ ছাড়েন ৫৩ রান করা শান্ত। এরপর শেষ বিকেলে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। 

ব্যক্তিগত ৬৬ এবং দলীয় ২৫৮ রানের সময় স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন মুশফিক। এরপর ৪৮ রানের দারুণ এক ইনিংস খেলে মাঠ ছেড়েছেন নুরুল হাসান সোহান। শেষ বিকেলে এবাদতের বলে ২ রান করে তাইজুল ইসলাম সাজঘরে ফিরলে শেষ হয় প্রথম দিনের খেলা। ২৪ রান করে অপরাজিত রয়েছেন মেহেদী হাসান মিরাজ।  

সংক্ষিপ্ত স্কোর:

লাল দল: ৩১৪/৬ (ওভার ৭৯.২), (মুশফিক ৬৬ (রিটার্ড আউট), তামিম ৬৩ (রিটার্ড আউট), সাইফ ৫২ (রিটার্ড আউট), শান্ত ৫৩ (রিটার্ড আউট), সোহান ৪৮ (রিটার্ড আউট), মিরাজ ২৪*, তাইজুল ২, এবাদত ১/২৪)

লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ এবং একজন সাপোর্ট স্টাফ

সবুজ দল: সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।

সর্বশেষ

১৩ মে, বৃহস্পতিবার, ২০২১

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত, ৫ পয়েন্ট খোয়ালো বাংলাদেশ

১৩ মে, বৃহস্পতিবার, ২০২১

‘সাদা বলে মুস্তাফিজ বাংলাদেশের সেরা বোলার’

১৩ মে, বৃহস্পতিবার, ২০২১

সমালোচকদের গোনায় ধরছেন না মিসবাহ

১৩ মে, বৃহস্পতিবার, ২০২১

ভারত-বাংলাদেশ সিরিজ ও অ্যাশেজের মূল্যায়ন একই কেন, প্রশ্ন ব্রডের

১৩ মে, বৃহস্পতিবার, ২০২১

লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু ৩০ জুলাই

১২ মে, বুধবার, ২০২১

ইংল্যান্ডের নাগরিক হয়ে আইপিএলে খেলবেন আমির!

১২ মে, বুধবার, ২০২১

ক্রিকেটার তৈরিতে অস্ট্রেলিয়ানদের ছোঁয়া পেয়েছে দ্রাবিড়

১২ মে, বুধবার, ২০২১

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে নুমান-আফ্রিদি-হাসান

১২ মে, বুধবার, ২০২১

আমি কি এতটাই খারাপ, চেন্নাইয়ে সুযোগ না পাওয়া প্রসঙ্গে কুলদীপ

১২ মে, বুধবার, ২০২১

আইপিএল খেলতে মরগান-স্টোকসদের ঐক্যবদ্ধ হবার পরামর্শ পিটারসনের

আর্কাইভ

বিজ্ঞাপন