বাংলাদেশ ক্রিকেট

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটসম্যানদের দাপট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:18 শনিবার, 17 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে নিজেদের মাঝে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ। যেখানে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন লাল দলের ব্যাটসম্যানরা। 

টপ অর্ডারের চার ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে দিন শেষে লাল দলের সংগ্রহ ৭৯.২ ওভারে ৬ উইকেটে ৩১৪ রান। দলটির হয়ে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম।

শ্রীলঙ্কার কাতুয়ানায়েকের চিলাউ মেরিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ম্যাচটি শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ১০টায়। যেখানে তামিসের নেতৃত্বে লাল দল এবং মুমিনুল হকের নেতৃত্বে খেলছে সবুজ দল। আগে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন লাল দলের দুই ওপেনার তামিম ও সাইফ হাসান।

এই দুজনের কাছে পাত্তা পায়নি সবুজ দলের এবাদত হোসেন ও মুকিদুল ইসলাম মুগ্ধরা। প্রথম সেশনে দুর্দান্ত হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। মধ্য বিরতির আগে দলীয় ৯১ রানের সময় ৬৩ রান করে স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন বাঁহাতি এই ওপেনার।

তামিম মাঠ ছাড়ার পর সাইফের সঙ্গে যোগ দেন শান্ত। এই দুজনে অপরাজিত থেকে শেষ পর্যন্ত মধ্য বিরতিতে যায় লাল দল। ২৩ রানে অপরাজিত থেকে মধ্য বিরতিতে যাওয়া সাইফ ফিরেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। দলীয় ১৫৫ রানের সময় স্বেচ্ছায় মাঠ ছাড়েন ৫২ রান করা সাইফ।

তামিম ও সাইফ ছাড়াও এদিন হাফ সেঞ্চুরি ‍তুলে নিয়েছেন শান্ত। মুশফিককে সঙ্গে নিয়ে গড়েছিলেন ৪৯ রানের জুটি। ২০৪ রানের সময় স্বেচ্ছায় মাঠ ছাড়েন ৫৩ রান করা শান্ত। এরপর শেষ বিকেলে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। 

ব্যক্তিগত ৬৬ এবং দলীয় ২৫৮ রানের সময় স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন মুশফিক। এরপর ৪৮ রানের দারুণ এক ইনিংস খেলে মাঠ ছেড়েছেন নুরুল হাসান সোহান। শেষ বিকেলে এবাদতের বলে ২ রান করে তাইজুল ইসলাম সাজঘরে ফিরলে শেষ হয় প্রথম দিনের খেলা। ২৪ রান করে অপরাজিত রয়েছেন মেহেদী হাসান মিরাজ।  

সংক্ষিপ্ত স্কোর:

লাল দল: ৩১৪/৬ (ওভার ৭৯.২), (মুশফিক ৬৬ (রিটার্ড আউট), তামিম ৬৩ (রিটার্ড আউট), সাইফ ৫২ (রিটার্ড আউট), শান্ত ৫৩ (রিটার্ড আউট), সোহান ৪৮ (রিটার্ড আউট), মিরাজ ২৪*, তাইজুল ২, এবাদত ১/২৪)

লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ এবং একজন সাপোর্ট স্টাফ

সবুজ দল: সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।