আইপিএল

দলের প্রয়োজনে উপরে ব্যাট করতে চান শাহরুখ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:04 শনিবার, 17 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চেন্নাই সুপার কিংসের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা। তবে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন পাঞ্জাবের লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান শাহরুখ খান।

দুই ছক্কায় ৩৬ বলে ৪৭ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাঁর এই ইনিংসে ভর করেই চেন্নাইয়ের সামনে ১০৬ রানের পুঁজি পেয়েছিল পাঞ্জাব। জবাবে ৬ উইকেট হাতে রেখেই জয় পায় চেন্নাই।

এই ম্যাচ শেষে শাহরুখ জানিয়েছেন, দলে একজন ফিনিশারের ভূমিকায় রাখা হয়েছে তাকে। সবসময় প্রতি বলে মারা যাবে না পরিস্থিতি অনুযায়ী খেলতে চান তিনি।

শাহরুখ বলেন, 'লোয়ার অর্ডারে আমার ভূমিকা ফিনিশার। কিন্তু সবসময় এমনটা হবে না এবং প্রতি খেলায় আপনি ঝড়ো ইনিংস খেলতে পারবে না। এখানে বিভিন্ন পরিস্থিতি তৈরি হবে। সেই অনুযায়ী খেলতে হবে। আপনাকে দায়িত্ব নিতে হবে এবং দলের প্রয়োজনীয়তা দেখতে হবে।'

শুধু ফিনিশার হিসেবেই নয়। দলের প্রয়োজনে উপরেও ব্যাট করতে চান শাহরুখ। তামিল নাড়ুর হয়ে বেশ কয়েক বছর উপরে ব্যাট করেছেন তিনি। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান এই ডানহাতি ব্যাটসম্যান।

তিনি বলেছেন, 'আমি মনে করি না আমি সম্পূর্ণ ফিনিশার হিসেবে নিজেকে তৈরি করেছি। আমি একজন ভালো ব্যাটসম্যান। আমি উপরের ব্যাট করেছি তামিল নাড়ুর হয়ে বেশ কয়েক বছর। প্রয়োজনে আমি উপরে ব্যাট করতে পারবো। আমার মধ্যে ব্যাটিংয়ের দক্ষতা রয়েছে বেং পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার সামর্থ্য রয়েছে।