আইপিএল

জয়ের সংস্কৃতি ধরে রাখতে চায় বেঙ্গালুরু

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:13 শনিবার, 17 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের উড়ন্ত সূচনা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স জানিয়েছেন, তারা ব্যাটিং ইউনিট হিসেবে ধারাবাহিকতা ধরে রাখতে চান। দুই-তিন ম্যাচে ভালো শুরু করতে পারলে দলের মধ্যে ভালো করার বিশ্বাস তৈরি হবে বলেও মনে করেন ভিলিয়ার্স।

এই প্রোটিয়া তারকা বলেছেন, 'আমি মনে করি আমরা ব্যাটিং ইউনিট হিসেবে এমন একটা শুরু পেয়েছি যা বিশেষ কিছু এবং এখন আমাদের ধারাবাহিকতা রক্ষা করা ও পারফর্ম করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি এটা দুই বা তিনবার করতে পারি আমাদের মধ্যে বিশ্বাস তৈরি হবে। আমরা দল হিসেবে ও ব্যাটিং ইউনিট হিসেবে যদি নিজেদের জায়গা ধরে রাখতে পারি তবে এই প্রচেষ্টা কোনোভাবেই ব্যর্থ হতে পারে না।'

দুই ম্যাচে দুই জয়ের পয়েন্ট টেবিলে রাজত্ব করছে বিরাট কোহলির দল। ভিলিয়ার্স মনে করেন দল হিসেবে তারা জয়ের সংস্কৃতি তৈরি করতে চান। যেখানে একজন পারফরম্যান্স না করলে অন্যজন করবেন। তারা এই ধারাবাহিকতা থেকে দুই-তিন ম্যাচ দূরে আছেন বলে মনে করেন তিনি।

ভিলিয়ার্স বলেন, 'আপনাকে জয়ের সংস্কৃতি তৈরি করতে হবে যেখানে আপনি মনে করবেন আমি যদি এটা না করি অন্য কেউ করবে। অন্যকেউ যদি না করে তাহলে আমি করবো (পারফরম্যান্স)। আশাকরি আমরা এটা থেকে মাত্র কয়েক ম্যাচ দূরে আছি। আমরা আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।'

৩৭ বছর বয়সী এই মারকুটে ব্যাটসম্যান মনে করেন তারুণ্য নির্ভর দলই বেঙ্গালুরুর পারফরম্যান্সের চাবিকাঠি। সেই সঙ্গে অভিজ্ঞদের পারফরম্যান্সও দলটিকে দারুণ শুরু করতে সাহায্য করেছে।