আইপিএল

ধোনির ২০০তম ম্যাচ জয় দিয়ে রাঙালো চেন্নাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:28 শুক্রবার, 16 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে অধিনায়কের স্মরণীয় ম্যাচটিকে আরো স্মরণীয় করে রাখলেন চেন্নাইয়ের ক্রিকেটাররা। একই সঙ্গে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় তুলে নিল তারা।

এই জয়ের পিছনে সবথেকে বড় অবদান দিপক চাহারের। এই পেসারের বোলিং তান্ডবেই আগে ব্যাট করে পাঞ্জাব স্কোর বোর্ডে মাত্র ১০৬ রান তুলতে পেরেছিল। ছোট লক্ষ্য তাঁড়া করতে নেমে মইন আলী এবং ফাফ ডু প্লেসিসের ব্যাটিং দূঢ়তায় ২৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় চেন্নাই।

ছোট লক্ষ্য তাঁড়া করতে নেমে শুরুতেই ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারায় ধোনির দল। এরপর ডু প্লেসিস এবং মইন মিলে ৭৬ রানের জুটি গড়েন। মইন ৪৬ রান করে মুরুগান অশ্বিনের বলে আউট হয়ে গেলেও ডু প্লেসিস দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

জয় থেকে অবশ্য ৮ রান দূরে থাকতে পরপর দুই বলে সুরেশ রায়না এবং আম্বাতি রাইডুর উইকেট তুলে নেন মোহাম্মদ শামি। স্যাম কারান ব্যাট করতে নেমে আর কোন বিপর্যয় ঘটতে দেননি, দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। পাঞ্জাবের হয়ে ২ টি উইকেট শিকার করেন শামি।

এদিকে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে পাঞ্জাব। ১ রানের সময় প্রথম উইকেট হারায় তারা। গত ম্যাচে ৯১ রান করা পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল এদিন ফেরেন মাত্র ৫ রান করে। তাকে রান আউটের ফাঁদে ফেলেন রবিন্দ্র জাদেজা।

এরপর দলীয় ২৬ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব। রাহুলের রান আউট বাদ দিয়ে টপ অর্ডারের বাকি ৪ উইকেটই তুলে নেন চাহার। এই পেসারের বোলিংয়ের বিপক্ষে মায়াঙ্ক আগাওয়াল, ক্রিস গেইল, দিপক হুদা এবং নিকোলাস পুরানকে আউট হতে হয়।

এরপর ৬ নম্বরে নেমে দলের হাল ধরেন শাহরুখ খান। দলের রান ২৬ থেকে ১০১ পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব এই ডানহাতি ব্যাটসম্যানের। শেষ পর্যন্ত অবশ্য হাফ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থেকে আউট হতে হয় তাকে। ৪৭ রান করে ফেরেন স্যাম কারানের বলে।

একপ্রান্তে শাহরুখ অবিচল থাকলেও ঝাই রিচার্ডসন ছাড়া তেমন কেউ তাকে সঙ্গ দিকে পারেননি। ১৫ রান করা রিচার্ডসনকে ফেরান মইন। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে পাঞ্জাবের সংগ্রহ দাড়ায় ৮ উইকেটে ১০৬ রান। চেন্নাইয়ের হয়ে চাহার ৪ টি উইকেট মিকার করেন। ১টি করে উইকেট মইন, কারান এবং ডোয়াইন ব্রাভোর।