পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ

শেষের চমকে সিরিজ পাকিস্তানের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:25 শুক্রবার, 16 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমরা। তবে ফখর জামান আর মোহাম্মদ নওয়াজদের দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি ৩ উইকেটে জিতে নিয়েছে পাকিস্তান। এর ফলে তারা সিরিজ শেষ করেছে ৩-১ ব্যবধানে।

প্রোটিয়াদের দেয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের দ্বিতীয় বলেই কোনো রান না করে ফিরে যান রিজওয়ান। তবে দ্বিতীয় উইকেটে ৯১ রান যোগ করে পাকিস্তানকে জয়ের ভিত্তি গড়ে দেন বাবর এবং ফখর।

এই জুটিতে ফখরেরই অবদান বেশি। তাঁর ব্যাট থেকে আসে ৩৪ বলে ৬০ রান। এই ইনিংস খেলার পথে ৬টি ছক্কা আর ৫টি চার মেরেছেন তিনি। বাবর আউট হয়েছেন ২৩ বলে ২৪ রান করে। এরপরই শুরু হয় পাকিস্তানের ব্যাটসম্যানদের আসা যাওয়া।

মোহাম্মদ হাফিজ ১০ রান করে আউট হওয়ার পর দুই অঙ্কে পৌঁছাতে পারেননি হায়দার আলী, আসিফ আলী এবং ফাহিম আশরাফ। তবে পাকিস্তানকে জয়ের পথেই রেখেছিলেন মোহাম্মদ নওয়াজ। শেষ পর্যন্ত হাসান আলীকে নিয়ে তিনি পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

নওয়াজ ২১ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন। ২০তম ওভারের পঞ্চম বলে জয়সূচক ছক্কাটিও এসেছে তাঁর ব্যাট থেকে। আর হাসান আলী অপরাজিত ছিলেন ২ রান করে। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন লিজাদ উইলিয়ামস।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার এইডেন মার্করাম ফিরে যান মাত্র ১১ রান করে। অন্য ওপেনার জানেমান মালানের ব্যাট থেকে এসেছে ৩৩ রান। এরপর রসি ভ্যান ডার ডাসেনের ৩৬ বলে ৫২ রান ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন হাসান আলী এবং ফাহিম আশরাফ। ২টি উইকেট পেয়েছেন হারিস রউফ। আর একটি করে উইকেট তুলে নিয়েছেন শাহীন আফ্রিদি এবং মোহাম্মদ নওয়াজ।