আইপিএল

ফর্মে ফিরতে কোহলিকে ৪টি উপদেশ দিয়েছিলেন ডি ভিলিয়ার্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:17 শুক্রবার, 16 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি মাত্র টেস্ট খেললেও দুই ইনিংস মিলে ৭৮ রান করেছিলেন বিরাট কোহলি। সেই সফরের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন না নিজের চেনা ছন্দে। তবে এবি ডি ভিলিয়ার্সের কাছে পরামর্শ নিয়ে টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাটিং করেছিলেন কোহলি। ভারতীয় এই অধিনায়ককে ফর্মে ফিরতে চারটি উপদেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন ডি ভিলিয়ার্স।

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলের টেস্ট খেলেই দেশে ফিরেছিলেন কোহলি। সেই ম্যাচে ৭৮ রান করলেও ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে ছিলেন নিষ্প্রভ। যেখানে ৬ ইনিংসে করেছিলেন মাত্র ১৭২ রান। ইংলিশদের বিপক্ষে সেই সিরিজে তাঁর গড় ছিল মাত্র ২৮.৭৬।

এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও অফ ফর্ম বজায় ছিল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ বলে কোনো রান না করে ফিরলে ডি ভিলিয়ার্সের শরণাপ্ন হন কোহলি। ডি ভিলিয়ার্সের পরামর্শে পরের ম্যাচেই ৪৯ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেছিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এই ঘটনার মাস খানেক পরে ডি ভিলিয়ার্স জানিয়েছেন, সেই সময় কোহলিকে তিনি চারটি পরামর্শ দিয়েছিলেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোল্ড ডায়রি’স নামের এক ভিডিও বার্তায় ডি ভিলিয়ার্স বলেন, ‘চারটি বিষয়, বল দেখো, মাথা ঠিক রাখো, বলটি নিজের জায়গায় আসতে দাও, শারীরিক ভাষা এবং মনোভাব ঠিক রাখো। আমি এই চারটি বিষয় বর্ণনা করেছি। এগুলো হলো ছোট বিষয় যা আপনি ভুলে যান। এটা দেখতে সহজ মনে হলেও যখন আপনি আপনার ছন্দ ফিরে পেতে লড়াই করছেন তখন আপনার মাথা স্থির রাখুন এবং বলটি নিজের জায়গায় আসতে দিন।’

আইপিএলে দীর্ঘদিন ধরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন ডি ভিলিয়ার্স ও কোহলি। যে কারণে তাঁদের দুজনের মাঝে সখ্যতাটাও দারুণ। ফলে কেউ কোনো সমস্যায় পড়লে তারা দুজনে আলোচনা করে নেন। অফ ফর্মে থাকা কোহলি যখন তাঁকে মেসেজ দেন তখন তিনি একটুও অবাক হননি বলে জানিয়েছেন।

ডি ভিলিয়ার্স বলেন, ‘আমরা খেলার বাইরেও বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছিলাম এবং কয়েকটি প্রযুক্তিগত বিষয় নিয়েও। আমি বেশ কিছুদিন ধরে তাকে বলতে চাচ্ছিলাম। কারণ আমি তাকে কয়েক মাস ধরে দেখছিলাম এবং তার চেহারায় খেয়াল করে দেখেছিলাম যে সে যখন ক্রিজে থাকছে তখন পুরোটা সময় চিন্তিত ছিল। আমি তার বার্তা দেখে একটুও অবাক হইনি, আমি জানতে পারলাম যে তার প্রাথমিক জিনিসগুলো জানা দরকার।’