আইপিএল

ধুম-ধারাক্কা মারার জন্যই আমাকে এতো টাকা দেয়: মরিস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:21 শুক্রবার, 16 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয় যখন অনেকটা অনিশ্চিত তখন ব্যাট হাতে জ্বলে ওঠেন ক্রিস মরিস। টম কারানের চতুর্থ বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে দলকে জেতান মরিস। শেষ দুই ওভারে চার ছক্কা মারা মরিস ম্যাচ শেষে মজা করে জানালেন গলফ খেলার কারণেই নাকি এভাবে ছক্কা মারতে সুবিধা হয়েছে। সেই সঙ্গে এভাবে মেরে খেলার জন্যই তাঁকে টাকা দেয়া হয় বলে জানিয়েছেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের রেকর্ড ভেঙে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে মরিসকে দলে নিয়েছিল রাজস্থান। নিজেদের প্রথম ম্যাচে প্রতিদান না পারলেও দ্বিতীয় ম্যাচে এসে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার ঠিকই বুঝিয়েছেন তাঁর মূল্য কেন ১৬ কোটি ২৫ লাখ ‍রুপি।

১৪৮ রান তাড়া করতে নেমে মাত্র ৪২ রানেই ৫ উইকেট হারায় রাজস্থান। এরপর রাহুল তেওয়াতিয়াকে নিয়ে ৪৮ রানের জুটি গড়ার সঙ্গে ডেভিড মিলার ৪৩ বলে ৬২ রানের ইনিংস খেলে দলকে খাদের কিনারা থেকে টেকে তুলেন। তখনও রাজস্থানের জয় একেবারে সহজ ছিল না।

জয়ের জন্য শেষ দুই ওভারে রাজস্থানের প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে কাগিসো রাবাদাকে ২ ছক্কার মারার সঙ্গে ওই ওভারে ১৫ রান নিয়েছিলেন মরিস। শেষ ওভারে রাজস্থানের যখন জয়ের জন্য ১২ রান দরকার তখন প্রথম বলে দুই রান নেয়ার পর দ্বিতীয় বলে কারানকে ছক্কা মারেন মরিস।

পরের বলে ডট দিলেও চতুর্থ বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে রাজস্থানের জয় নিশ্চিত করেন মরিস। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার জানিয়েছেন এমন আক্রমণাত্বক ব্যাটিং করার জন্যই তাঁকে টাকা দেয়া হয়। সেই সঙ্গে মিলারকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মরিস বলেন, ‘ক্রিকেট খেলায় এমন কিছু প্রায়ই হয়। দিল্লি খুব ভালো বোলিং করেছে, ডেভ (ডেভিড মিলার) অবিশ্বাস্য ইনিংস খেলেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে, সৌভাগ্যক্রমে আজকে আমাদের পক্ষে গেছে। অনেকে ব্যাটিং করার জন্য টাকা পায়, অনেকে স্লগ করার জন্য। আমি জানি, আমার দায়িত্ব কি। আমি একজন স্লগার, ইচ্ছে মতো ব্যাট ঘোরাতে পারি। এজন্যই আমি এতো গলফ খেলি।’