আইপিএল

আইয়ার-অক্ষরের বদলি নিলো দিল্লি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:16 শুক্রবার, 16 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমে খেলা হচ্ছে না শ্রেয়াস আইয়ারের। ফলে এবারের আসরের জন্য তাঁর বদলি হিসেবে অনিরুদ্ধ জোশিকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএল শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন আইয়ার। মূলত ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর একটি শট ঠেকাতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। যে কারণে বাম হাতের কাঁধে মারাত্বক চিড় ধরা পড়ে তাঁর। ফলে শেষ দুই ওয়ানডে খেলা হয়নি তাঁর।

প্রায় পাঁচ মাসের জন্য ছিটকে যাওয়ায় আইপিএলও খেলছেন না আইয়ার। যেহেতু এবারের আসরের পুরোটা সময় তাঁকে পাওয়া যাবে না সেজন্য তাঁর বদলি হিসেবেই অনিরুদ্ধকে নিয়েছে দিল্লি। কর্নটকার ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান এর আগেও আইপিএল খেলেছেন।

দিল্লির হয়ে মাঠে নামলে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলা হবে অনিরুদ্ধর। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। এদিকে অক্ষর প্যাটেলের বদলি হিসেবে শামস মুলানিকে দলে নিয়েছে দিল্লি। মূলত টুর্নামেন্ট শুরুর আগে করোনায় আক্রান্ত হওয়ায় এখনও আইপিএলে মাঠে নামা হয়নি অক্ষরের।

ফলে তাঁর বদলি নিতে বাধ্য হয়েছে দলটি। তবে সেটি স্বল্প সময়ের জন্য। অক্ষর কোভিড নেগেটিভ হয়ে মাঠে ফেরার আগ পর্যন্ত দিল্লির সঙ্গে থাকবেন মুলানি। তবে স্কোয়াড থেকে বেরিয়ে যাওয়ার পর এবারের মৌসুমে আর কোনো দলের হয়ে মাঠে নামতে পারবেন না তিনি।

আইপিলের প্লেয়ার রেগুলেশনের ৬.১ (সি) ধারায় স্বল্প মেয়াদের জন্য বদলি খেলোয়াড় নেয়া যেতে পারে। যেখানে বলা রয়েছে, একই ভূমিকার একজন ক্রিকেটারকে স্বল্প মেয়াদের জন্য দলে নেয়া যাবে। সেই নিয়মেই মুলানিকে দলে নিয়েছে তাঁরা। প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

অক্ষর ও মুলানি একই ভূমিকার ক্রিকেটার। অক্ষরের মতো মুলানিও একজন বাঁহাতি অর্থোডক্স স্পিনার এবং মারমূখী ব্যাটসম্যান। কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে খেলছেন মুলানি। এখন পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচ, ৩০টি লিস্ট ‘এ’ এবং ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার।