পাকিস্তান ক্রিকেট

বাবরের মতো কাউকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে দেখেননি ইনজামাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:05 বৃহস্পতিবার, 15 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অভিষেকের পর থেকেই ব্যাট হাতে দুর্দাান্ত সময় পার করছেন বাবর আজম। নিজের ব্যাটিং দক্ষতা আর ধারাবাহিকতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। গেল কয়েক বছর ধরে তিন ফরম্যাটেই দাপট দেখানো বিরাট কোহলিকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন বাবর।

এমন অর্জনের দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর। যা কিনা পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরি ও পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। বাবরের ইনিংসের পর ইনজামাম উল হক জানিয়েছেন, তিনি বাবরের মতো ধারাবাহিক কোনো ব্যাটসম্যান দেখেননি।

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, ‘পাকিস্তান দলে আমি আগে কখনও এমন ব্যাটিং দেখিনি। আপনি বাবরের প্রশংসা করে শেষ করতে পারবেন না। আমি বলেছিলাম যে পাকিস্তান দলে ব্যাটিং গভীরতার কারণে গেল ম্যাচে উইকেট হারিয়ে সে কিছুটা চিন্তিত ছিল। তবে সে আজ অনায়াসে ইনিংসটি খেলেছে ‘

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘যেখানে শটগুলো ঠিকঠাক ছিল এবং কোনো স্লগ খেলেনি। তাঁকে এক নম্বর ব্যাটসম্যান বলা ভুল হবে না। বাবর যে ধরনের খেলোয়াড় তাতে শুধু পাকিস্তানের নয় বিশ্ব রেকর্ড হওয়া উচিত। আমি কখনই বাবরের মতো কাউকে এতো ধারাবাহিকভাবে পারফর্ম করতে দেখিনি।’

গেল বছর ধরে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন মোহাম্মদ রিজওয়ান। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ ধারাবাহিকভাবে রান করছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। রিজওয়ানের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন ইনজামাম।

তিনি বলেন, ‘রিজওয়ান গত বছর থেকে ব্যাটিং অর্ডারের প্রতিটি জায়গায় পারফর্ম করছে। সবাই প্রাথমিকভাবে ধারণা করেছিল যে সে ওপেনার হিসেবে ব্যাট করার সময় পাওয়ার হিট করতে পারবে না। তবে রিজওয়ান সব সন্দেহ দুর করেছে।’