শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ

ব্যাটসম্যানদের বড় রান করার তাগিদ দিলেন সাইফ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:08 বৃহস্পতিবার, 15 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে আজই প্রথম অনুশীলনের সুযোগ পেয়েছে টাইগাররা। লঙ্কানদের চেনা কন্ডিশনে দুই টেস্টেই ভালো করতে হলে বাংলাদেশী ব্যাটসম্যানদের বড় রান করার তাগিদ দিলেন সাইফ হাসান। তিনি মনে করছেন, ব্যাটসম্যানরা বড় রান পেলে সেটা দলের জন্যই ভালো হবে।

বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স এমনিতেও সুখকর নয়। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই হারতে হয়েছিল মুমিনুল হকের দলকে। শ্রীলঙ্কায় গিয়ে অচেনা কন্ডিশনে ভালো খেলা তাই বেশ কঠিন হয়ে দাড়াবে বাংলাদেশের সামনে। এমনিতে লঙ্কান ব্যাটসম্যানরা বরাবরই স্পিন বলে অনেক ভালো খেলে।

বাংলাদেশী ব্যাটসম্যানদেরও তারা স্পিন আক্রমণ দিয়েই ঘায়েল করতে চাইবে। সেক্ষেত্রে দলের ভালো-মন্দ নির্ভর করবে ব্যাটসম্যানদের ওপর। এজন্য শ্রীলঙ্কা থেকে দেয়া এক ভিডিও বার্তায় সাইফ ব্যাটসম্যানদের বড় রান করার তাগিদ দিলেন। তিনি বলেন, 'ব্যাটসম্যানরা যারাই সুযোগ পাবে, যারাই সেট হবে এখানে ইনিংস বড় খেলতে হবে। তাহলে একটা বড় রান যদি পাই, ইনশাআল্লাহ সেটা দলের জন্যই ভালো হবে।'

শ্রীলঙ্কায় সবমিলিয়ে বাংলাদেশ মোট ৬ দিন অনুশীলনের সুযোগ পাবে। তবে দেশ ছাড়ার আগে ক্রিকেটাররা ২২তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দুটি করে রাউন্ড খেলে গেছেন। এ ছাড়া হাই পারফরম্যান্স ইউনিটের বেশ কয়েকজন ক্রিকেটার আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষেও খেলেছেন। যারা বর্তমানে বাংলাদেশ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলতে গেছেন। তাই সাইফ মনে করছেন এই প্রস্তুতিগুলো তাদের কাজে আসবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার মনে হয়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়ও খুব ভালো প্রস্তুতি চলছিল আমাদের। আমরা যারা বাইরে ছিলাম, খুব ভালো অনুশীলন করেছি। তারপর আমরা আয়ারল্যান্ড অনূর্ধ্ব-২৩ এর বিপক্ষে যখন খেলেছি, ওখানেও একটা ভালো সিরিজ হয়েছে। তারপর এখানে আসার আগে এনসিএলটাও খুব ভালো একটা প্রস্তুতি ছিল আমাদের। তো সবমিলিয়ে খুব ভালো একটা প্রস্তুতি হয়েছে আমাদের। আশা করি ঐ পারফরম্যান্সগুলা এখানে কাজে লাগবে।'

দলের পাশাপাশি নিজের ভালো খেলার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী সাইফ। কেননা জাতীয় লিগের প্রথম ম্যাচে রংপুর বিভাগের সঙ্গে একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। আয়ারল্যান্ড 'এ'দলের বিপক্ষেও একটি সেঞ্চুরি আছে সাইফের। সেই ধারাবাহিকতায় লঙ্কানদের বিপক্ষে সুযোগ পেলে ভালো খেলার ব্যাপারে আশাবাদী এই ডানহাতি ব্যাটসম্যান। যদিও ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে টেস্ট খেলার পর আর সুযোগ হয়নি তার।

‌সাইফ আরো যোগ বলেন, 'অবশ্যই! রান করলে অনেক আত্মবিশ্বাস থাকে আর আমার মনে হয় ব্যাটিং প্রস্তুতি আর ফিটনেস সবসময় খুব ভালো ছিল। যদিও ম্যাচ খেলি নাই। জাতীয় দলের সাথে যতদিন ছিলাম, ব্যাটিং অনুযায়ী এবং ফিটনেস অনুযায়ী ভালো অনুশীলন করেছি। সবদিক দিয়ে মনে হচ্ছে, প্রস্তুতি খুব ভালো হয়েছে আমাদের। আত্মবিশ্বাসও খুব ভালো আছে। যদি সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করব।'