আইপিএল

একজন ভিলিয়ার্সের অভাব বোধ করেছেন মরগান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:40 বুধবার, 14 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ রানের ব্যবধানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। রোহিত শর্মাদের বিপক্ষে জয়ের অনেক কাছে গিয়েও হার মানতে হয়েছে ইয়ন মরগানের দলকে। ম্যাচ শেষে কলকাতা দলপতি একজন এবি ডি ভিলিয়ার্সের অভাব বোধ করছেন।

শেষ ৩০ বলে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল ৩১ রান। সেই রানই নিতে পারেননি সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিকরা। দলে এবি ডি ভিলিয়ার্সের মতো কেউ থাকলে ঠিকই জিতিয়ে মাঠ ছাড়তেন বলে বিশ্বাস মরগানের।

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ শেষে কলকাতার অধিনায়ক বলেছেন, 'আমাদের জেতা উচিত ছিল। এখানে যে খেলাগুলো হয়েছে তাতে দেখা গিয়েছে শেষের দিকে রান করা কঠিন হয়ে যায়। এবি ডি’ভিলিয়ার্স ছাড়া কেউই সেটা করতে পারেনি।'

মুম্বাইয়ের বিপক্ষে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন মরগান। যদিও এই মাঠে শেষ তিন ম্যাচের তিনটিতেই আগে ব্যাট করা দল জিতেছে। তাই মরগানের আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়াটাই অনেককে অবার করেছিল। মরগান মনে করেন ভুল থেকে তাঁর দলের শিক্ষা নিতে হবে।

কলকাতার অধিনায়কের ভাষ্য, 'মুম্বাই এমন ভাবেই খেলে চলেছে বহু বছর। আমাদেরও এটা শিখতে হবে। ভুল করলে সেটা শুধরে নিতে হবে। আক্রমণ এবং রক্ষণ সঠিক সময় করতে পারলেই সেরা খেলাটা বেরিয়ে আসবে। আমরা শেষের দিকে সেটাই করতে পারিনি।'

মুম্বইয়ের বোলারদেরও প্রশংসা করেন মরগান। তিনি বলেন, 'হার খুবই দুঃখজনক। ম্যাচের বেশির ভাগ অংশে আমরা ভাল খেলেছি। রান তাড়া করার সময়ও আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম। তবে মুম্বাই ভাল দল। সঠিক সময় ম্যাচে ফিরে এসেছিল ওরা। আমরা পারিনি।'