ভারতের ক্রিকেট

ভারত 'এ' দলের ইংল্যান্ড সফর স্থগিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:46 মঙ্গলবার, 13 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আসছে গ্রীষ্মে ইংল্যান্ড সফর করার কথা ছিল ভারত 'এ' দলের। কিন্তু সাম্প্রতি করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণের কারণে এই সফরটি স্থগিত করতে সম্মত হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। ভাইরাসের সংক্রমণ কমলে এবং কঠোর বিধি-নিষেধ উঠে গেলে সফরটি আয়োজন করতে চায় তারা।

এমনিতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর আগামী আগস্টে ইংল্যান্ড সফর করার কথা আছে ভারত দলের। যেখানে তাদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে। আর ভারত 'এ' দলের হয়ে খেলে আসা ক্রিকেটাররাই সেই সফরের দলে অগ্রাধিকার পেত।

এই সফরটি স্থগিত হবার খবর নিশ্চিত করেছে ইসিবি। এ দলের সিরিজটি স্থগিত করতে সম্মত হওয়ায় বিসিসিআই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন। ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করে পরে কোন এক সময় এই সফরটি আয়োজন করার ব্যাপারে আশাবাদী বলেও জানিয়েছেন তিনি।

হ্যারিসন বলেন, 'ভক্তদের ভেন্যুতে ফিরিয়ে আমরা পুরুষ ও মহিলা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি স্মরণীয় গ্রীষ্ম মৌসুমের অপেক্ষায় রয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটের নিরাপদ সম্ভাব্য পরিবেশ নিশ্চিত করা আমাদের প্রথম অগ্রাধিকার। আমাদের সহযোগী বোর্ডগুলি তা বোঝার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।'

তিনি আরো বলেন, 'আমরা এই গ্রীষ্মের পরে যে কোন তারিখে যখন বিধিনিষেধ কমে যাবে তখন ভারত এ দলকে ইংল্যান্ড সফরে স্বাগত জানানোর প্রত্যাশা করছি। এটি উভয় দেশের খেলোয়াড়দের জন্য উচ্চমানের ক্রিকেট খেলতে এবং আমাদের ইংল্যান্ডের ক্রিকেটারদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি মূল্যবান সুযোগ প্রদান করবে বলে মনে করি।'

এখন সেই সফরটি না হওয়ায় বেশ বড় স্কোয়াড নিয়েই এখন ইংল্যান্ড সফর করবে ভারত জাতীয় দল। আর সফরের আগে তারা নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই ম্যাচ দুটোর ভেন্যুও ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।