আইপিএল

সাকিবের কিপ্টে বোলিংয়ের পর রাসেলের ৫ উইকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:32 মঙ্গলবার, 13 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কাঁধের চোটে খুব একটা বল করতে দেখা যায় না আন্দ্রে রাসেলকে। 'ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট'র কথা ভেবে শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলেন বেশিরভাগ সময়। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই বল করতে দেখা যাচ্ছে তাকে। গত ম্যাচে বল করে এক উইকেট নিয়েছিলেন। আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাত্র ২ ওভার বল করে নিলেন ৫টি উইকেট। 

কলকাতা নাইট রাইডার্সের পরিকল্পনাই হলো স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা। সেক্ষেত্রে তারা সফল হলেও সবথেকে বেশি সফল বোধহয় এই রাসেলই। শুরুর দিকে স্পিনাররা রান আটকানোর কাজটা সারছেন। আর ছয় নম্বর বোলার হিসেবে বল করতে এসে রাসেল টপাটপ উইকেট তুলে নিচ্ছেন। 

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচেও তাই করলেন। তাদের শেষ ৫ ব্যাটসম্যান আউট হলেন রাসেলের বলেই। ফলে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে রোহিত শর্মার দলের সংগ্রহ মাত্র ১৫২ রান। এই ম্যাচে অসাধারণ বোলিং করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও।

৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে সাকিবের শিকার ১টি উইকেট। দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে তার দল। আর কলকাতার হয়ে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন সাকিব।

বল হাতে বেশ ভালোও করেছেন তিনি। ইনিংসের চতুর্থ ওভারে সাকিবকে বল করতে নিয়ে আসেন মরগান। এসেই টাইট বল করতে শুরু করেন। ফলে তার প্রথম ওভারে মাত্র ৪ রান নিতে পারেন মুম্বাইয়ের ব্যাটসম্যানরা। পরের ওভারে তারা নিতে পারে ৬ বলে মাত্র ৬ রান।

সাকিবের তৃতীয় ওভারেও ৬ রানের বেশি নিতে পারেননি মুম্বাইয়ের ব্যাটসম্যারা। চতুর্থ ওভারে এসেও টাইট বল করতে শুরু করেন এই অলরাউন্ডার। ঐ ওভারের দ্বিতীয় বলে একটি চার মারেন সূর্যকুমার যাদব। সাকিবের পরের বলে ছয় মারতে গিয়ে শুভমান গিলের বলে ক্যাচ আউট হয়ে যান এই ব্যাটসম্যান।

এবারের আইপিএলে এটি সাকিবের দ্বিতীয় উইকেট। মুম্বাইয়ের ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক এই সূর্যকুমারই। সাকিবের বলে আউট হবার আগে তিনি করেন ৩৬ বলে ৫৬ রান। আর দ্বিতীয় সর্বোচ্চ রান আসে রোহিতের ব্যাট থেকে। মুম্বাই অধিনায়কের সংগ্রহ ৩২ বলে ৪৩ রান। 

এ ছাড়া মুম্বাইয়ের আর কোন ব্যাটসম্যান বলার মতো তেমন রান করতে পারেননি। রাসেলের ৫ উইকেট ছাড়াও ২ টি উইকেট পেয়েছেন প্যাট কামিন্স। সাকিবের মতো ১টি করে উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী এবং প্রসিদ্ধ কৃষ্ঞা। জয়ের জন্য কলকাতার লক্ষ্য ১৫৩ রান।