আইপিএল

রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে পাঞ্জাবের বড় পুঁজি, খরুচে মুস্তাফিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:33 সোমবার, 12 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক লোকেশ রাহুলের ঝড়ো ৯১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২২১ রানের বিশাল পুঁজি পেয়েছে পাঞ্জাব কিংস।

এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন।  পাঞ্জাবের ইনিংসের দ্বিতীয় ওভারেই মুস্তাফিজুর রহমানকে বোলিংয়ে আনেন রাজস্থান অধিনায়ক স্যামসন।

ওভারের দ্বিতীয় বলেই মুস্তাফিজের করা অফ কাটার আঘাত করেছিল লোকেশ রাহুলের প্যাডে। যদিও মুস্তাফিজের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

টিভি রিপ্লেতে দেখা গেছে বল স্টাম্প আঘাত করেছিল। সেই ওভারে মুস্তাফিজ খরচা করেন ১১ রান। এরপরের ওভারেই অবশ্য মায়াঙ্ক আগারওয়ালকে (১৪) ফিরিয়েছেন চেতন সাকারিয়া।

দ্বিতীয় ওভার করতে এসে কিছুটা ইকোনোমিক্যাল ছিলেন মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে তিনি ৮ রান দেন। এরপর দ্বিতীয় উইকেটে ঝড় তোলেন ক্রিস গেইল এবং রাহুল।

তৃতীয় ওভারে মুস্তাফিজের ওপর চড়াও হয়ে খেলেছেন গেইল। তৃতীয় ওভারে তাঁর খরচা হয় আরও ১১ রান।

রাহুলকে নিয়ে দ্বিতীয় উইকেটে গেইল যোগ করেছেন ৬৭ রান। এই ক্যারিবীয় ব্যাটিং দানব ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলে রায়ান পরাগের ওপর ছড়াও হতে গিয়ে লং অনে বেন স্টোকসের হাতে ধরা পড়েন।

এরপর রাহুলকে সঙ্গ দিতে এসে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন দীপক হুদা। ঝড়ো হাফ সেঞ্চুরি তুলে নিয়ে তিনি ফিরেছেন ২৮ বলে ৬৪ রান করে। তাকে সাজঘরে ফিরিয়েছেন ক্রিস মরিস। 

শেষ দিকে কোনো রান না করেই আউট হন নিকোলাস পুরান। ইনিংসের ১৯তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে আরও ১৫ রান দেন তিনি। ৪ ওভারে ৪৫ রান খরচা করে উইকেট শূন্য থেকে বোলিং কোটা পূরণ করেন মুস্তাফিজ।

শেষ ওভারে সাকারিয়ার বলে সীমানার কাছে রাহুল তেওয়াতিয়ার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন রাহুল। আর তাতেই শেষ হয়েছে ৫০ বলে ৫ ছক্কা আর ৭ চারের এই ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর-

পাঞ্জাব কিংস- ২২১/৬ (২০ ওভার) (রাহুল ৯১, মায়াঙ্ক ১৪, গেইল৪০, হুদা ৬৪; মরিস ২/৪১, মুস্তাফিজ ০/৪৫)