আইপিএল

ধোনির উইকেট নিয়ে ৩ বছরের অপেক্ষা ঘুচলো আভেষের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:11 সোমবার, 12 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এক বছরের ধারাবাহিক পারফরম্যান্স, মধ্যপ্রদেশের হয়ে বিজয় হাজারে ট্রফিতে ১৪ উইকেট। এমন পারফরম্যান্সের পর আভেষ খানের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার কোনো উপায় নেই।

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছেন, দিল্লি ক্যাপিটালসের এই পেসার। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান খরচায় তিনি তুলে নিয়েছেন ২ উইকেট।

এর মধ্যে একটি উইকেট মহেন্দ্র সিং ধোনির। সম্প্রতি এক সাক্ষাৎকারে আভেষ জানিয়েছেন, ধোনির উইকেট পাওয়া ছিল তাঁর স্বপ্ন। যদিও তিন বছর আগেই তাঁর সেই স্বপ্ন পূরণ হতে পারতো। তবে ক্যাচ হাতছাড়া হওয়ায় তিন বছর অপেক্ষা করতে হয়েছে তাকে।

এ প্রসঙ্গে আভেষ বলেন, 'তিন বছর আগে মাহি ভাইয়ের উইকেট নেয়ার সুযোগ পেয়েছিলাম। কিন্তু কেউ একজন ক্যাচ ছেড়ে দিয়েছিল। যদিও এবার মাহি ভাইয়ের উইকেট নেয়ার স্বপ্ন পূরণ হয়েছে। তাই আমি দারুণ খুশি।'

ধোনি ছাড়াও ডু প্লেসিকেও এলবিডব্লিউ করে ফিরিয়েছিলেন আভেষ। দিল্লির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চেন্নাইয়ের ইনিংস থেমেছিল ১৮৮ রানে। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হাতে রেখেই জয় পায় দিল্লি। 

ধোনির উইকেট তুলে নেয়ার পরিকল্পনার কথা জানিয়ে আভেষ বলেন, 'এখন তিনি খুব বেশি প্রতিযোগীতামূলক ম্যাচ খেলেন না। আমরা তাকে চাপে রাখতে চাইছিলাম এবং এ কারণেই তাঁর উইকেট তুলে নিতে পেরেছি।'