দ্য হান্ড্রেড

দ্য হান্ড্রেডে পিটারসেন-সাঙ্গাকারাদের সঙ্গে ধারাভাষ্য দেবেন কার্তিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:19 সোমবার, 12 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের ২১ জুলাই পর্দা উঠছে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের। এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর ঠিক ১০০ দিন আগেই ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্কাই স্পোর্টস।

এই তালিকায় আছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। তাঁর সঙ্গে ধারাভাষ্য কক্ষে দেখা যাবে স্টুয়ার্ট ব্রড, কেভিন পিটারসেন, ড্যারেন স্যামি, কুমারা সাঙ্গাকারা, ওয়াসিম আকরামের মতো এক সময়ের তারকা ক্রিকেটারদের।

তাদের সঙ্গে কমেন্ট্রি বক্স ভাগাভাগি করবেন টমি বিউমন্ট, মেল জোনস ও লেদিয়া গ্রিনওয়ে। দ্য হান্ড্রেডে থাকছেন স্কাই স্পোর্টসের নিয়মিত ক্রিকেট বিশ্লেষকরাও।

এদের মধ্যে রয়েছেন, নাসের হোসাইন, এবোনি রেইনফোর্ড ব্রেন্ট, রব কি, ইয়ান ওয়ার্ড, ডেভিড লয়েড, নিক রাইট, মাইক আথার্টন এবং মার্ক বাউচারের মতো কিংবদন্তিরা।

টুর্নামেন্টটির সঞ্চালনার দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ। তাকে সঙ্গ দেবেন কাস নাইডো, জয়নব আব্বাস এবং জ্যাকুলিন শেফার্ডরা।

তাদের নাম ঘোষণার দিন স্কাই স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে এই টুর্নামেন্টটিকে দর্শকদের সমনে আরও আকর্ষনীয় করে তুলতে সব ধরনের চেষ্টা করবে তারা।

টিভি পর্দার সঙ্গে এই টুর্নামেন্টের ম্যাচগুলো দেখা যাবে স্কাই স্পোর্টস ক্রিকেটের ইউটিউব চ্যানেলেও।