ভারতীয় ক্রিকেট

ধোনির ওপর ক্ষেপেছিলেন দ্রাবিড়, জানালেন শেবাগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:12 সোমবার, 12 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

রাস্তায় হঠাৎই মেজাজ হারিয়ে পাশে থাকা মানুষকে ধমক দিচ্ছেন, সঙ্গে গাড়িও ভাঙচুর করছেন। এ কোন রাহুল দ্রাবিড়? সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রাবিড়ের এমন ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই মানুষের মাঝে প্রশ্ন তৈরি হচ্ছে, আসলেই কি দ্রাবিড় এমন? খানিকবাদেই অবশ্য মানুষের ভুল ভেঙে গেছে। মূলত সেটি ছিল একটি বিজ্ঞাপনের ভিডিও।

সেখানে বোঝানো হয়েছে যানজটের মতো ক্রেডিট কার্ডের বাড়তি বিলে বিধ্বস্ত হয়ে দ্রাবিড়ের মতো ঠাণ্ডা মাথার লোকেরও মেজাজ বিগড়ে যেতে পারে। বাস্তবে একেবারে শান্ত-শিষ্ট হলেও একবার মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রেগে গিয়েছিলেন তিনি। যেটা স্বচক্ষে দেখেছিলেন বীরেন্দর শেবাগ। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে সেই গল্পই বলেছেন তিনি।

ব্যাট হাতে বরাবরই ভারতের জন্য লড়াই করেছেন তিনি। ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যানকে বলা হয় ক্রিকেটের দ্য ওয়াল। ক্রিকেট মাঠে তাঁর একটি বড় বৈশিষ্ট ছিল, যত কঠিন ম্যাচই হোক না কেন একেবারে ঠাণ্ডা মাথায় খেলতেন। খেলার মাঠে মেজাজ হারিয়েছেন এমন ঘটনা তাঁর জীবনে নেই বললেই চলে।

ক্রিকেট মাঠের মতো বাস্তবিক জীবনেও ছিলেন শান্ত স্বভাবের। এজন্য বেশ সুনাম ছিল সাবেক এই ডানহাতি ব্যাটসম্যানের। তবে পাকিস্তানের বিপক্ষে তখনকার নবাগত ধোনির ওপর রেগে গিয়েছিলেন দ্রাবিড়। মূলত পয়েন্টে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার পর ধোনির সঙ্গে রাগ দেখিয়েছিলেন তিনি। যা দেখে চমকে গিয়েছিলেন স্বয়ং শেবাগও।

এ প্রসঙ্গে শেবাগ বলেন, ‘আমি রাহুল দ্রাবিড়কে রাগতে দেখেছি। আমরা পাকিস্তানে ছিলাম, এমএস ধোনি তখনও দলে নতুন। এক ম্যাচে শট খেলে পয়েন্টে ক্যাচ ধরা পড়ল সে। দ্রাবিড় তখন ধোনির ওপর খুব রেগে গিয়েছিল, ‘এভাবেই খেলো তুমি? খেলা শেষ করে ফেরা উচিত ছিল তোমার।’

তিনি আরও বলেন, ‘ইংরেজিতে দ্রাবিড়ের ক্রোধে ফেটে পড়া দেখে চমকে গিয়েছিলাম আমি, যদিও অর্ধেক কথা বুঝতে পারিনি। পরের ইনিংসে এমএস (ধোনি) যখন ব্যাটিং করছিল, দেখতে পারছিলাম যে খুব বেশি শট খেলছে না। আমি গিয়ে জিজ্ঞেস করলাম ঘটনা কী। সে বলল, ‘রাহুল ভাইয়ের কাছে আবার বকা শুনতে চাই না। চলুন ভালোভাবে খেলা শেষ করে ফিরি।’