জাতীয় ক্রিকেট লিগ

পরিস্থিতির উন্নতি হলে আবারও মাঠে গড়াবে জাতীয় লিগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:52 শনিবার, 10 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দেশব্যাপী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। আবার কবে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে সেই বিষয়েও নিশ্চয়তা নেই।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলে আবারও মাঠে গড়াতে পারে এই ঘরোয়া আসরটি।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'এনসিএলের বিষয়টা আপনার জানেন যে আমরা দুইটা রাউন্ড শেষ করেছিলাম তারপর তৃতীয় রাউন্ডের আগে একটা গ্যাপ নিয়েছি। যদি সবকিছু পরিবেশ পরিস্থিতি অনুকুলে হয় তাহলে আবার এনসিএলটা শুরু করব।'

গত ২২ মার্চ থেকে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ। এরপর দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হওয়ার পরই স্থগিত করা হয় এবারের আসরটি।

দুই রাউন্ড শেষে প্রথম স্তরে ১৩.৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা বিভাগ। আর দ্বিতীয় স্তরে ১২.১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা মেট্রো।

জাতীয় ক্রিকেট লিগ স্থগিত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ঘরোয়া ক্রিকেটাররা। কারণ এটাই তাদের রুটি রুজির প্রধান মাধ্যম।