বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ

হেসেখেলে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং নারী দল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:37 বৃহস্পতিবার, 08 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের ৬ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাঘিনীরা। 

তৃতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প ছিল না দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের। তবে স্বাগতিক বোলারদের দাপটে আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা দলীয় শতরানও পার করতে পারেনি। ৩৩.৩ ওভারে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩০ রান আসে আন্নে বোসের ব্যাট থেকে। তিনটি করে উইকেট শিকার করেছেন বাংলাদেশ ইমার্জিং নারী দলের রিতু মনি, নাহিদা আক্তার এবং রাবেয়া।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। উইকেটরক্ষক ব্যাটসম্যান শামীমা সুলতানা মাত্র ৩ রানে ফেরার পর বড় রান করতে ব্যর্থ হন অধিনায়ক নিগার সুলতানাও।

যদিও ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাটে চড়ে ব্যাটিং বিপর্যয় সামাল দেয় স্বাগতিকরা। ব্যক্তিগত ৪৬ রানে ফেরেন বাঁহাতি এই ওপেনার। পরে রুমানা আহমেদ এবং লতা মন্ডল মিলে বাংলাদেশের সিরিজ নিশ্চিত করে।

প্রোটিয়া নারীদের হয়ে একটি করে উইকেট পেয়েছেন চারজন ভিন্ন ভিন্ন বোলার। সিরিজের বাকি দুই নিয়মরক্ষার ম্যাচে আগামী ১১ ও ১৩ এপ্রিল শেষ দুই ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল: ৯২/১০ (ওভার ৩৩.৩) (বোস ৩০; রিতু ৩/৩৭, নাহিদা ৩/৪৬, রাবেয়া ৩/১৫)

বাংলাদেশ ইমার্জিং নারী দল: ৯৩/৪ (ওভার ২৮) (মুর্শিদা ৪৬, জোনস ১/৫)