অস্ট্রেলিয়া নারী দল

পন্টিংদের ১৮ বছরের রেকর্ড ভেঙে দিল অস্ট্রেলিয়ার নারীরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:44 রবিবার, 04 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

রিকি পন্টিংদের গড়া প্রায় ১৮ বছর আগেরকার রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া নারী দল। মাউন্ট মঙ্গানুইয়ে রোববার নিউ জিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ওয়ানডেতে টানা ২২ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে মেগ ল্যানিংয়ের দল। বিশ্ব ক্রিকেটে সীমিত ওভারের এই সংস্করণে একটানা এত জয় নেই অন্য কোন দলের।  

পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল যে একচেটিয়া দাপট ধরে রেখেছিল ওয়ানডে ক্রিকেটে তা সবারই জানা। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে ২০০৩ সালে এক অনন্য মাইলফলক স্থাপন করে অস্ট্রেলিয়া। সে বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত একটানা ২১ ওয়ানডে জিতেছিল অজিরা।

বিশ্ব ক্রিকেটে এতদিন যাবত সেই রেকর্ড মাথা উঁচু করেই দাঁড়িয়ে ছিল। ২০০৫ সালে টানা ১২ ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা কিছুটা আশার সঞ্চার করলেও ২১- সংখ্যা থেকে বেশ দূরেই থামতে হয়েছিল তাদের। ২০১৬ থেকে ২০১৭ সালেও লাগাতার ১২ ওয়ানডেতে জয় আছে প্রোটিয়াদের। তবে পন্টিংদের স্পর্শ করতে সফল হয়নি তাঁরা।

শেষ পর্যন্ত সফল অস্ট্রেলিয়া নারী দল। রেকর্ড গড়ার ম্যাচে ৬৫ রানের ইনিংস খেলেন অ্যালিসা হিলি। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জানান, পন্টিংয়ের রেকর্ড ভাঙতে পারা তাদের জন্য বিশেষ এক অর্জন।  

ম্যাচশেষে হিলি বলেন, ‘এটা বিশেষ অনুভূতি। আমি মনে করি, মেয়েরা এই অর্জনকে হালকাভাবে নেবে না। দুর্দান্ত একটি রেকর্ড ভেঙেছি আমরা। এই ড্রেসিং রুমের বেশ কয়েকজন ক্রিকেটার, বিশেষ করে আমি, রিকি পন্টিংকে আদর্শ মেনে বড় হয়েছি। আমি ঠিক তার মতো ব্যাটিং করতে এবং খেলায় আধিপত্য দেখাতে চাইতাম। তাই এতদিন তার দলের অধীনে থাকা রেকর্ডটি ভাঙতে পারা এই দলের জন্য বিশেষ কিছু।’

এমন রেকর্ড গড়তে শেষ তিন বছর যাবত অস্ট্রেলিয়ার মেয়েদের একটানা জিতে যেতে হয়েছে। যার শুরুটা হয়েছিল ২০১৮ সালের মার্চে। সেবার ভারতকে হারিয়ে শুরু করে অজি নারী দল একে একে হারিয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড নারী দলকে।