জাতীয় ক্রিকেট লিগ

বোলারদের দাপটে রংপুরের প্রথম জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:20 বৃহস্পতিবার, 01 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বঙ্গবন্ধু ২২তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম স্তরে নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা বিভাগের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে রংপুর বিভাগ। ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছায় আরিফুল হকের দল। এই জয়ের ফলে প্রথম স্তরের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

চতুর্থ দিন বিনা উইকেটে ১৬ রান নিয়ে দিন শুরু করে রংপুর। কোন রান যোগ না করার আগেই তারা উদ্বোধনী ব্যাটসম্যান নবীন ইসলামের উইকেট হারায়। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান জাহিদ জাভেদের ব্যাট থেকে আসে ৩৭ রান। এই দুজনকেই ফেরান আব্দুল হালিম।

১০ রান করা তানভীর হায়দার আউট হন রবিউল ইসলাম রবির বলে। তিন নম্বরে নামা সোহরাওয়ার্দী শুভ এবং পাঁচ নম্বরে নামা নাসির হোসেন দলকে জিতেয়ে মাঠ ছাড়েন। নাসির হাফ সেঞ্চুরি থেকে ২ রান দূরে থেকে আর শুভ ১৮ রান করে অপরাজিত থাকেন।

তৃতীয় দিনে ১৩৯ রানে পিছিয়ে থেকে দিন শুরু করেছিল খুলনা বিভাগ। প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করা মুকিদুল ইসলাম মুগ্ধ দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৬ উইকেট। দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৩১ রানের বিনিময়ে তাঁর শিকার ১২ উইকেট। এই পেসারের বোলিং তোপে খুলনার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৯ রানে।

ফলে ম্যাচ জিততে রংপুরের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১১৭ রান। খুলনার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৮৯ রান করেছিলেন ওপেনার অমিত মজুমদার। মুগ্ধর ৬ উইকেট বাদে জোড়া উইকেট শিকার করেছিলেন মাহামুদুল হাসান।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

খুলনা বিভাগ (প্রথম ইনিংস): ২২১/১০ (তুষার ১১৬, সোহান ৩১, নাহিদুল ২৯; মুগ্ধ ৬/৬৪)

রংপুর বিভাগ (প্রথম ইসিংস): ৩৬৪/১০ (আরিফুল ৯৭, নাসির ৬৬; টুটুল ৪/৭৮)

খুলনা বিভাগ (দ্বিতীয় ইনিংস): ২৫৯/১০ (অমিত ৮৯; মুগ্ধ ৬/৬৭)

রংপুর বিভাগ (দ্বিতীয় ইনিংস): ১২০/৩ (নাসির ৪৮*, জাভেদ ৩৭; হালিম ২/৩১

ফল: রংপুর বিভাগ ৭ উইকেটে জয়ী।