এনসিএল

মুরাদের ৫ উইকেটের দিনে চট্টগ্রামের লিড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:25 বুধবার, 31 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় স্তরের ম্যাচে কক্সবাজারের শহীদ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বলে-ব্যাটে দাপট দেখাচ্ছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে পিনাক ঘোষের ১৫৯ রানের ইনিংসের সুবাদে ৪০২ রানের বড় সংগ্রহ পেয়েছিল চট্টগ্রাম। এরপর দুর্দান্ত বোলিংয়ে ঢাকা মেট্রাকে মাত্র ২৬৭ রানে গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রামের বোলাররা।

চট্টগ্রামের হয়ে ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন হাসান মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ম্যাচেই ৫ উইকেট পেলেন বাঁহাতি এই স্পিনার। এ ছাড়া দুটি উইকেট নিয়েছেন পেসার মেহেদী হাসান রানা। এরপর ব্যাটিংয়ে নেমে শেষ বিকেলে ১ উইকেটে ৪৩ রান তুলেছে চট্টগ্রাম। ফলে তৃতীয় দিন শেষে ১৭৮ রানে এগিয়ে রয়েছে মুমিনুল হকের দল।

৩ উইকেটে ১৩২ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেন ঢাকা মেট্রোর দুই ব্যাটসম্যান জাহিদুজ্জামান ও আল আমিন হোসেন জুনিয়র। দিনের প্রথম ঘণ্টায় চট্টগ্রামের বোলারদের বেশ ভালোভাবেই সামলিয়েছেন এই দুই ব্যাটসম্যান। ধীরগতিতে ব্যাটিং করা জাহিদুজ্জামান ১৭০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন।

যদিও হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি তিনি। ২১২ বলে ৭১ রান করে মুরাদের বলে সাজঘরে ফেরেন জাহিদুজ্জামান। ইনিংসটি খেলতে ৮টি চার মেরেছেন ঢাকার মেট্রোর এই ব্যাটসম্যান। পুরো ম্যাচ জুড়ে দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি তুলে নিতে ব্যর্থ হয়েছেন আল আমিন।

১০৯ বলে ৩৪ রান করে ফিরেছেন মেহেদীর বলে। এই দুুজনের বিদায়ের পর শরিফুল্লাহ ছাড়া আর কোনো ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতে পারেননি। ৮১ বলে ৩৮ রান করে তিনি অপরাজিত থাকলেও বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। মুরাদের ঘূর্ণিতে শেষ পর্যন্ত ঢাকা মেট্রো থামে ২৬৭ রানে।

১৩৫ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই আগের ইনিংসে দেড়শো রান করা পিনাক ঘোষকে হারায় চট্টগ্রাম। ৪ রান করে রান আউট হয়ে ফেরেন পিনাক। শেষ বিকেলে আর কোনো উইকেট পড়তে দেননি সাদিকুর রহমান ও মাহমুদুল হাসান জয়। দিন শেষে সাদিকুর ১৯ আর জয় অপরাজিত রয়েছেন ২০ রান করে।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম (প্রথম ইনিংস): ৪০২/৮ (ইনিংস ঘোষণা) (পিনাক ১৫৯, শাহাদাত ৫৩; সানি ৩/১২০)

ঢাকা মেট্রো (প্রথম ইনিংস): ২৬৭/১০ (ওভার (জাহিদুজ্জামান ৭১, শরিফুল্লাহ ৩৮*, আল আমিন ৩৪,; মুরাদ ৫/৭২)

চট্টগ্রাম (দ্বিতীয় ইনিংস): ৪৩/১ (জয় ২০*, সাদিকুর ১৯*)