ব্যাট-প্যাড তুলে রাখলেন খুলনার হয়ে বিপিএল মাতানো ফ্রাইলিঙ্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:43 মঙ্গলবার, 30 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন রবি ফ্রাইলিঙ্ক। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা এই অলরাউন্ডার মঙ্গলবার (৩০) সবধরনের ক্রিকেট থেকে ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতিটানার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার হলেও জাতীয় দলের হয়ে থিতু হতে পারেননি। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া ফ্রাইলিঙ্ক খেলেছেন মাত্র ৩টি ম্যাচ। যেখানে তিনি নিয়েছেন ৫ উইকেটে। ২০১৮ সালের আর জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যায়নি তাঁকে।

২০০৪ সালে কোয়াজুলু নাটালের হয়ে ইস্টার্নের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় ফ্রাইলিঙ্কের। যেখানে তিনি নিজেকে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেন। দলটির হয়ে ১৩৭ ম্যাচে হাফ সেঞ্চুরিতে করেছেন ১৯৭১ রান। এ ছাড়া বল হাতে নিয়েছেন ১৬৮ উইকেট।

২০০৫ সালে ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। দলটির হয়ে ৭৫ ম্যাচ খেলা ৩৬ বছর বয়সি এই অলরাউন্ডার ১ সেঞ্চুরি ও ১৩ হাফ সেঞ্চুরিতে করেছেন ২৪২৮ রান। বল হাতে আরও দুর্দান্ত ছিলেন তিনি, নিয়েছেন ২২৮ উইকেট। এ ছাড়া ১৪৮ টি-টোয়েন্টিতে ১ হাজার ৩০০’র অধিক রান করার পাশাপাশি নিয়েছেন ১৬২ উইকেট।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) অভিষেক না হলেও ২০১১ সালে তাঁকে দলে নিয়েছিল তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটেলস)। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংস ও খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি।

গেল মৌসুমে খুলনার হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। যা দলকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিল। গেল আসরে ১৪ ম্যাচে ব্যাট হাতে ১৩৩ রান করার পাশপাশি নিয়েছিলেন ২০ উইকেট। তবে ফাইনালে রাজশাহী রয়্যালসের কাছে হেরে শিরোপা হাতছাড়া করতে হয় তাঁদেরকে।