জাতীয় ক্রিকেট লিগ

ব্যাটে-বলে দুর্দান্ত শুভাগত, আরিফুলের আক্ষেপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:16 মঙ্গলবার, 30 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বঙ্গবন্ধু ২২তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম স্তরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ৪টি দল। রংপুরের ক্রিকেট গার্ডনে খুলনা বিভাগের বিপক্ষে খেলছে রংপুর বিভাগ। আর কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ঢাকা বিভাগকে মোকাবেলা করছে সিলেট বিভাগ। দ্বিতীয় রাউন্ডের খেলার দ্বিতীয় দিন শেষ হয়েছে আজ।

ঢাকা বিভাগ বনাম সিলেট বিভাগ

৬ উইকেটে ২৮২ রান নিয়ে ১ম দিনের খেলা শেষ করেছিল সিলেট বিভাগ। দ্বিতীয় দিনে এসে অলআউট হবার আগে আরও ৮৮ রান যোগ করে তাঁরা। ১১৪.৪ ওভারে ৩৭০ রানে থামে সিলেট। ঢাকার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন শুভাগত হোম। ২ টি করে উইকেট নেন সুমন খান ও তাইবুর পারভেজ।

ব্যাট করতে নেমে ৯৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে ঢাকা। ৬ এ ব্যাট করতে নামা শুভাগত পরে দেয়াল হয়ে দাঁড়ান সিলেটের সামনে। নাদিফ চৌধুরীকে সঙ্গে নিয়ে গড়েন ৭৭ রানের জুটি। নাদিফ ১৬ রানে ফিরলেও তৃতীয় দিনশেষে শুভাগত অপরাজিত ৮৯ রানে। তাঁর সঙ্গী আরাফাত সানি অপরাজিত ৩৪ রানে।

ঢাকার হয়ে ৩ উইকেট নিয়েছেন রাহাতুল ফেরদৌস। দুটি করে উইকেট পেয়েছেন রুয়েল মিয়া এবং এনামুল জুনিয়র। ২৩৯ রানে ৬ উইকেট হারিয়ে তৃতীয় দিন পার করেছে ঢাকা। সিলেটের থেকে এখনও ১৩১ রানে পিছিয়ে তাঁরা।

রংপুর বিভাগ বনাম খুলনা বিভাগ

তুষার ইমরানের সেঞ্চুরির পরেও খুলনাকে প্রথম ইনিংসে ২২১ রানে গুটিয়ে দিয়েছিল রংপুর। বল হাতে ৬ উইকেট নিয়েছিলেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। জবাবে ৩ উইকেটে ১০৩ রান নিয়ে ১ম দিনের খেলা শেষ করেছিল রংপুর, পিছিয়ে ছিল ১১৮ রানে। দ্বিতীয় দিনের খেলা শেষে রংপুরের চেয়ে ১৩৯ রানে পিছিয়ে আছে খুলনা।

দ্বিতীয় দিনে শুরুতেই ফিরে যান আগের দিন অপরাজিত থাকা তানবীর হায়দার। তবে অপর প্রান্তে থাকা নাসির হোসেন তুলে নেন ফিফটি। আউট হওয়ার আগে ১১৬ বলে ৯ চারে ৬৬ রান করেন তিনি। তবে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন রংপুর অধিনায়ক আরিফুল হক। ১৬৪ বলে ১১ চারে ৯৭ রান করা আরিফুলকে ফেরান মাসুম খান টুটুল।

খুলনার সফলতম বোলার ছিলেন এই টুটুলই। ৭৮ রান খরচে ৪ উইকেট নেন তিনি। ৩৬৪ রানে শেষ হয় রংপুরের ইনিংস। ১৪৩ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা খুলনা শুরুতেই উইকেট হারায়। প্রথম ইনিংসে চমক দেখানো মুগ্ধর প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন রবিউল ইসলাম রবি।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

প্রথম ম্যাচ

সিলেট বিভাগ (প্রথম ইনিংস): ৩৭০/১০ (জাকির ১৫৯, জাকের ৬৭; শুভাগত ৪/৮৬)

ঢাকা বিভাগ (প্রথম ইনিংস): ২৩৯/৬ (শুভাগত ৮৯*; রাহাতুল ৩/৬৫)

দ্বিতীয় ম্যাচ

খুলনা বিভাগ (প্রথম ইনিংস): ২২১/১০ (তুষার ১১৬, সোহান ৩১, নাহিদুল ২৯; মুগ্ধ ৬/৬৪)

রংপুর বিভাগ (প্রথম ইসিংস): ৩৬৪/১০ (আরিফুল ৯৭, নাসির ৬৬; টুটুল ৪/৭৮)

খুলনা বিভাগ (দ্বিতীয় ইনিংস): ৪/১ (মুগ্ধ ১/৪)