জাতীয় ক্রিকেট লিগ

পিনাকের দেড়শোতে চট্টগ্রামের রান পাহাড়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:39 মঙ্গলবার, 30 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পিনাক ঘোষের দেড়শোতে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রানের পাহাড় গড়েছে চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে দুর্দান্ত ইনিংসটি খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৮ উইকেট হারিয়ে চট্টগ্রাম ইনিংস ঘোষণা দিয়েছে ৪০২ রান করে। জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে ২৭০ রানে পিছিয়ে আছে ঢাকা মেট্রো।

প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান জমা করে চট্টগ্রাম। পিনাকের সঙ্গী হিসেবে অপরাজিত ছিলেন শাহাদাত হোসেন দিপু। প্রথম দিনে ১৩৭ রানে অপরাজিত থাকা পিনাক দ্বিতীয় দিনে দেড়শো পূরণ করেন। ৩০২ বল খেলে আরাফাত সানির ওভারে আউট হওয়ার আগে ২ ছয় আর ১৪ চারে করেন ১৫৯ রান।  

প্রথম দিনশেষে ক্রিজে থাকা আরেক অপরাজিত ব্যাটসম্যান দিপু দ্বিতীয় দিনে এসে হাফ সেঞ্চুরি তুলে নেন। পিনাকের পর এটাই চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ইনিংস। এছাড়া ৪৯ করেন ইয়াসির আলী রাব্বি। ১২৬.৩ ওভার খেলে ৮ উইকেট হারানো চট্টগ্রাম ইনিংস ঘোষণা করে ৪০২ রানে। ঢাকা মেট্রোর হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সানি। ২ উইকেট পেয়েছেন শহিদুল ইসলাম।

রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকা মেট্রোর। ইনিংসের পঞ্চম ওভারে রান আউটে কাটা পড়েন মেট্রোর ওপেনার আজমির আহমেদ। এরপর আরেক ওপেনার জাবিদ হাসানকে নিয়ে শামসুর রহমান কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ব্যর্থ হয়েছেন শেষমেশ। ১০৭ বলে ৬৮ করা শামসুরকে ফেরান নাঈম হাসান।

ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুবও এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। মাত্র ২ রান করে সাজঘরে ফিরেছেন রান আউট হয়ে। দ্বিতীয় দিনশেষে মেট্রোর সংগ্রহ ১৩২ রান। নেই ৩ উইকেট। ক্রিজে আছেন ৪৬ রানে অপরাজিত থাকা জাবিদ। তৃতীয় দিনটা আল আমিনকে নিয়ে শুরু করবেন এই ব্যাটসম্যান।

সংক্ষিপ্ত স্কোরবোর্ড

চট্টগ্রাম বিভাগ: ৪০২/৮ (ইনিংস ঘোষণা) (পিনাক ১৫৯, শাহাদাত ৫৩; সানি ৩/১২০)

ঢাকা মেট্রো: ১৩২/৩ (প্রথম ইনিংস) (জাবেদ ৪৬*; নাইম ১/৪২)