জাতীয় ক্রিকেট লিগ

রংপুরে মুগ্ধর দিন, কক্সবাজারে সেঞ্চুরি জাকিরের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:49 সোমবার, 29 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বঙ্গবন্ধু ২২তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম স্তরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ৪টি দল। রংপুরের ক্রিকেট গার্ডনে খুলনা বিভাগের বিপক্ষে খেলছে রংপুর বিভাগ। আর কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ঢাকা বিভাগকে মোকাবেলা করছে সিলেট বিভাগ।

রংপুর বিভাগ বনাম খুলনা বিভাগ

নিজেদের দ্বিতীয় ম্যাচে মুকিদুল ইসলাম মুগ্ধর ৬ উইকেটের সুবাদে খুলনাকে প্রথম ইনিংসে ২২১ রানে অলআউট করে দিয়েছে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৩ রান। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই রংপুরের পেসার মুগ্ধর বোলিং তোপে পড়ে খুলনা।

প্রথম ওভারের প্রথম দুই বলেই রবিউল ইসলাম রবি এবং ইমরুল কায়েসকে আউট করেন তিনি। এরপর ১৯ রানের মাথায় ৪ রান করা অমিত মজুমদারকেও ফেরান এই পেস বোলার। চার নম্বরে নেমে দলের হাল ধরেন তুষার ইমরান। দেখে শুনে খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩২তম সেঞ্চুরি তুলে নেন তিনি।

১১৬ রান করা এই ব্যাটসম্যানকেও ফেরান মুগ্ধ। দলীয় অধিনায়ক নুরুল হাসান সোহান ৩১ এবং নাহিদুল ইসলাম ২৯ রান করেন। এ ছাড়া বলার মতো আর কোন ব্যাটসম্যানই রান করতে পারেননি। রংপুরের হয়ে ৬ উইকেট নেন মুগ্ধ, আরিফুল হক এবং নবিন ইসলামের শিকার ২টি করে উইকেট।

২২১ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১১৮ রানে পিছিয়ে রংপুর, হাতে আছে ৭ উইকেট। ২৯ রান নিয়ে তানভীর হায়দার এবং ১৯ রান নিয়ে নাসির হোসেন আগামীকাল ব্যাট করতে নামবেন। আউট হওয়া তিন ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ ৩২ রান আসে জাহিদ জাভেদের ব্যাট থেকে।

ঢাকা বিভাগ বনাম সিলেট বিভাগ

টসে হেরে ব্যাট করতে নেমে জাকির হোসেনের সেঞ্চুরির সুবাদে প্রথম দিনটা ভালোই কাটিয়েছে সিলেট। দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৮২ রান। যদিও শুরুর ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। এরপরই জাকের হোসনকে নিয়ে ১৫৫ রানের জুটি গড়েন সেঞ্চুরিয়ান জাকির।

১৫৯ রান করে জাকির হোসেন ফিরে গেলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন জাকের। তিনি ফেরেন ৬৭ রান করে। ২৪ রান নিয়ে অপরাজিত আছেন আসাদুল্লাহ আল গালিব। অন্যপ্রান্তে এনামুল হক জুনিয়র দ্বিতীয় দিনে রানের খাতা খোলার চেষ্টা করবেন। ঢাকার হয়ে ৩টি উইকেট নেন শুভাগত হোম।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

রংপুর বিভাগ বনাম খুলনা বিভাগ:

খুলনা বিভাগ (প্রথম ইনিংস): ২২১/১০ (তুষার ১১৬, সোহান ৩১, নাহিদুল ২৯; মুগ্ধ ৬/৬৪)

রংপুর বিভাগ (প্রথম ইসিংস): ১০৩/৩ (জাভেদ ৩২, তানভীর ২৯*, নাসির ১৯*; হালিম ১/৩৪)

ঢাকা বিভাগ বনাম সিলেট বিভাগ:

সিলেট বিভাগ (প্রথম ইনিংস): ২৮৬/৬ (জাকির ১৫৯, জাকের ৬৭; শুভাগত ৩/৫৬)