এনসিএল

নাসিরকে ছাপিয়ে বিকেএসপিতে নায়ক অপু

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:58 বৃহস্পতিবার, 25 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জয় দিয়ে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু করেছে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ। প্রথম স্তরের দুই ম্যাচের প্রথমটিতে সিলেট বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগ। একই স্তরের অন্য ম্যাচে রংপুরকে হারিয়েছে ঢাকা বিভাগ।

ঢাকা বিভাগ বনাম রংপুর বিভাগ

প্রথম স্তরের অন্য ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স করেও ম্যাচ জিততে পারেননি নাসির হোসেন। নাজমুল ইসলাম অপু ১০ উইকেট শিকার করায় রংপুরকে ৮০ রানে হারিয়েছে নাদিফ চৌধুরীর ঢাকা। ২৬৪ রানের টার্গেটে খেলতে নেমে ৩৫ রানে ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে রংপুর।

শেষ দিনে অপুর বোলিং তোপে দাঁড়াতেই পারেনি রংপুর। ৩৯ ওভার ৪ বল হাত ঘুরিয়ে মাত্র ৬৪ রানের বিনিময়ে একাই ৬ উইকেট নিয়েছেন এই স্পিনার। রংপুর অধিনায়ক নাইম ইসলাম বাদে কেউই ৩০-রান পার করতে পারেননি। ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৩ তেই গুটিয়ে যায় রংপুর।

খুলনা বিভাগ বনাম সিলেট বিভাগ

শেখ আবু নাসের স্টেডিয়ামে ফলো অনে পরা সিলেট দ্বিতীয় ইনিংসে করে ৩০৮ রান। ফলে জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিল মাত্র ৬৭ রান। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি বেগ পোহাতে হয়নি নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলকে।

তবে ম্যাচ হারলেও দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন সিলেটের জাকির হোসেন। সিলেটকে ইনিংস পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দ্বিতীয় ইনিংসে ১৪০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন এই ক্রিকেটার।

সংক্ষিপ্ত স্কোরবোর্ড

প্রথম ম্যাচ

ঢাকা বিভাগ: ৩৬৫/১০ এবং ১২৮/১০

রংপুর বিভাগীয় দল: ২৩০ এবং ১৮৩/১০ (অপু ৬/৬৪)

ফলাফল: ঢাকা বিভাগ ৮০ রানে জয়ী

দ্বিতীয় ম্যাচ

খুলনা বিভাগ: ৩৭৫ এবং ৭৩/২

সিলেট বিভাগ: ১৩৪ এবং ৩০৮/১০ (জাকির ১৪০; হালিম ৪/৬২)

ফলাফল: খুলনা বিভাগ ৮ উইকেটে জয়ী