জাতীয় লিগ

জয় দিয়ে এনসিএল শুরু করলো ঢাকা মেট্রো ও চট্টগ্রাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:02 বৃহস্পতিবার, 25 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বঙ্গবন্ধু ২২তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ দিনের শুরুতেই দ্বিতীয় স্তরের দুই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে। এক ম্যাচে বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। অপর ম্যাচে রাজশাহী বিভাগীয় দলের বিপক্ষে ৮৮ রানের জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ।

বরিশাল বিভাগ বনাম ঢাকা মেট্রো:

১৭৭ রানে চতুর্থ দিন শুরু করা বরিশাল দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২০৮ রানে। স্কোরবের্ডে ৭ রান যোগ করেই ফিরে যান দলীয় অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি। তিনি ফেরেন ৬ রান করে। আর মনির হোসেনের ব্যাট থেকে আসে ১৮ রান। শেষ উইকেটে তানভীর ইসলাম ৪ রান করে ফিরলে ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন কামরুল ইসলাম রাব্বি।

ফলে ঢাকার মেট্রোর থেকে ৩৬ রানে এগিয়ে থেকে দিন দ্বিতীয় ইনিংসে মাত্র ২০৮ রানে গুটিয়ে যায় বরিশাল। শেষ তিনটি উইকেট শিকার করেন আরাফাত সানি, আল আমিন হোসেন, এবং আবু হায়দায়। প্রথম ম্যাচে ৩৬ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো।

দলীয় ৩০ রানের মধ্যে ১০ রান করা আনিসুল ইমনকে হারায় তারা। সামসুর রহমান আউট হন ৪ রানে। অন্যদিকে জিহাদুজ্জামান ১৫ এবং মার্শাল আউয়ুব ১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। বরিশালের হয়ে ২ টি উইকেটিই শিতকার করেন তানভীর।

রাজশাহী বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ:

দ্বিতীয় ইনিংসে ২৮৩ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ১৪৭ রানের মধ্যেই ৫ উইকেট হারায় রাজশাহী। ৫১ রানে অপরাজিত থাকা জুনায়েদ সিদ্দিকী শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থাকেন। তবুও দলের জয় নিশ্চিত করতে পারেননি।

ফরহাদ রেজা আউট হয়েছেন ২৫ রান করে। কিন্তু চট্টগ্রামের পেসার মেহেদী হাসান রানার বোলিং তোপে অপরপ্রান্তে জুনায়েদ অপরাজিত থাকলেও আর কোন ব্যাটসম্যান তাকে সঙ্গে দিতে পারেনি। এমনকি তারা দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি।

আসাদুজ্জামান পায়েল ইনজুরিতে পরায় ব্যাট করতে নামেননি। ফলে ১৯৪ রানে সব উইকেট হারিয়ে ৮৮ রানের পরাজয় বরণ করে নেয় রাজশাহী। তাদের শেষ ৪ উইকেটের ৩ টি শিকার করেন রানা। আর একটি উইকেট ইরফান হোসেনের।

সংক্ষিপ্ত স্কোরকার্ড 

প্রথম ম্যাচ:

বরিশাল বিভাগ (প্রথম ইনিংস): ২৪১/১০ (৭৬ ওভার) (আশরাফুল ৪৮, সায়েম ৪৬; আবু হায়দার রনি ৩/৩৪, রাকিবুল ৩/৭৬)

ঢাকা মেট্রো (প্রথম ইনিংস): ৪১৩/১০ (১২৯.২ ওভার) (মার্শাল আইয়ুব ১১২, শহিদুল ১০৬; মনির ২/৮০, কামরুল ২/৪৯)

বরিশাল বিভাগ (দ্বিতীয় ইনিংস): ২০৮/১০ (৭৩.২ ওভার) (মইনুল ৬৩; আবু হায়দার ৩/৪২, শহিদুল ২/৩৪)

ঢাকা মেট্রো (দ্বিতীয় ইনিংস): ৩৭/২ (১১.৫ ওভার) (জাহিদুজ্জামান ১৫*, ইমন ১০; তানভীর ২/১৩)

দ্বিতীয় ম্যাচ:

চট্টগ্রাম বিভাগ (প্রথম ইনিংস): ২৮৭/১০ (১০১.২ ওভার) (দিপু ১০৮, ইয়াসির ৬৩; রেজা ৪/৪৪)

রাজশাহী বিভাগ (প্রথম ইনিংস): ১৫২/১০ (৪৪.৩ ওভার) (রেজা ২৭; নোমান ৪/৪৭)

চট্টগ্রাম বিভাগ (দ্বিতীয় ইনিংস): ১৪৭/১০ (৫০.৫ ওভার) (ইরফান শুক্কুর ৬৫; রেজা ৩/১৮)

রাজশাহী বিভাগ (দ্বিতীয় ইনিংস): ১৯৪/৫ (৫৩ ওভার) (জুনায়েদ সিদ্দিকি ৬৮*; রানা ৪/৩৫, ইরফান ২/৩৫)