আইপিএল

আইপিএলের সূচি নিয়ে অসন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:39 সোমবার, 08 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গতকাল (৭ মার্চ) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দিনক্ষণ এবং ভেন্যু চূড়ান্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী ৯ এপ্রিল পর্দা উঠবে আইপিএলের এবারের আসরের। ভারতের ৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। প্রত্যেকবারই আইপিএলের ৮ টি দল ঘরের মাঠে খেলার সুবিধা পায়।

কিন্তু এবার সেই সুযোগ থাকছে না। করোনা সতর্কতা ও ভ্রমণ জটিলতার কারণে প্রত্যেকটা দলই খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এই ভেন্যু ছাড়াও বাকি খেলাগুলো হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, দিল্লী, মুম্বাই এবং কলকাতায়। গ্রুপ পর্বের ৫৬ ম্যাচের ম্যাচের মধ্যে ১০ করে খেলা হবে চেন্নাই, মুম্বাই, কলকাতা এবং বেঙ্গালুরুতে। দিল্লী এবং আহমেদাবাদে হবে ৮টি করে ম্যাচ।

অথচ ৬ ভেন্যুর একটি দলও নিজেদের মাঠে খেলবে না দলগুলো খেলবে অন্য ভেন্যুতে। আর এ নিয়ে প্রশ্ন তুলেছেন আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা। কেননা অনেক ক্রিকেটারই আছেন যারা এই ৬ ভেন্যুর শহর থেকে উঠে এসেছেন। ফলে তারা সেই ভেন্যুতে খেললে ঘরের মাঠে খেলার সুবিধা পাবেন। উদাহরণ হিসেবে তিনি দেখিয়েছেন পৃথ্বী শ্ব, আজিঙ্কা রাহানে কিংবা শ্রেয়াস আয়ারের কথা। যারা দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও তাদের ঘরের মাঠ মুম্বাই। আর এই মুম্বাইয়ের তিনটি ম্যাচ রয়েছে দিল্লির।

ক্রিকবাজকে আইপিএল ফ্র্যাঞ্চাইজির সেই কর্মকর্তা বলেন, 'দিল্লির পৃথ্বী শ্ব, আজিঙ্কা রাহানে এবং অধিনায়ক শ্রেয়াস আয়ারের মতো ক্রিকেটার রয়েছে যারা প্রত্যেকেই দিল্লি থেকে এসেছে এবং দিল্লির ক্যাপিটালসের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হেব মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তারা পাঞ্জাব কিংসের মতো সুবিধা পাবে। পাঞ্জাবেরও লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল এবং কোচ অনিল কুম্বলে রয়েছে। যারা বেঙ্গালুরু থেকে এসেছে তাদের পাঁচটি ম্যাচই সেখানে।'

ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবারের আইপিএল আসর খেলে হয়ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেও বিদায় বলে দেবেন। কিন্তু সেই ধোনিই কিনা চেন্নাইয়ের মাঠে খেলতে পারবেন না। ভেন্যুর তালিকায় চেন্নাইয়ের নাম থাকলেও সেখানে কোন ম্যাচ নেই চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজিটির। তাই আইপিএল ফ্র্যাঞ্চাইজির সেই কর্মকর্তা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন দর্শকবিহীন মাঠে খেলা হলে ঘরের মাঠে খেলতে অসুবিধা কি!

এ প্রসঙ্গে সেই কর্মকর্তা আরো বলেন, 'মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল তাকে কিভাবে আপনি চেন্নাইয়ে খেলা থেকে বঞ্চিত করবেন? যদি মাঠে দর্শকই না থাকে তাহলে চেন্নাই সুপার কিংসকে চেন্নাইয়ে আর মুম্বাই ইন্ডিয়ান্সকে মুম্বাইয়ে খেলতে দিতে কি এমন বাঁধা হয়ে দাড়াচ্ছে? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘরের মাঠের আমেজের সুবিধা পাবার অধিকার কি তাদের নেই? এই পরিকল্পনা পাল্টা-সাংঘর্ষিক হতে পারে।'