ভারতের ক্রিকেট

বাঁহাতি পান্ত যেন ডানহাতি শেবাগের মতো!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:53 সোমবার, 08 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়া কিংবা ভারত যে কোন কন্ডিশনেই ঋষভ পান্ত যে একজন বিদ্ধংসী ব্যাটসম্যান তার প্রমাণ তিনি দিয়ে চলেছেন। মিডল অর্ডারে ব্যাট করেন, চাপকে দূরে ঠেলে মাঠের চারপাশে হাত খুলে খেলতে পারেন, বিশ্বের নামীদামী বোলারদের খেলেন নিজস্ব ভঙ্গিতে, টেস্ট ক্রিকেটে এনে দেন টি-টোয়েন্টির স্বাদ, স্কোরবোর্ডে রান যোগ করে বলের সঙ্গে পাল্লা দিয়ে সেটা স্পিন হোক কিংবা পেস। ভারতের মাবেক উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দর শেবাগের কথা মনে আছে নিশ্চয়ই?

পান্তের পূর্বসূরী এই ডানহাতি ব্যাটসম্যানও খেলতেন নিজস্ব ভঙ্গিতে। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট কিংবা সংক্ষিপ্ত প্রথম বল থেকেই তিনি খেলতেন হাত খুলে। বলকে সীমানা ছাড়া করতেন দৃষ্টিনন্দন সব শটে, স্কোরবোর্ডে রান যোগ করতেন দ্রুতই, আর ধারাবাহিকতাও ছিল চোখে পড়ার মতো। বিশ্বের নামিদামী বোলারদের তুলোধুনা করে তবেই ক্ষ্যান্ত হতেন। শেবাগ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সেই ২০১৩ সালে।

এরপর ভারত দলে অনেক উদীয়মান ক্রিকেটার এসেছে। কিন্তু শেবাগের মতো এতটা বিদ্ধংসী ব্যাটসম্যান পায়নি দলটি। তবে সেই ভারত দলেই আছেন পান্তের মতো একজন বিদ্ধংসী ব্যাটসম্যান। যিনিও শেবাগের মতো ভয়-ডরহীন ক্রিকেট খেলেন। তাইতো পান্তের ব্যাটিং দেখে নাকি পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমজামাম উল হকের মনে হয়, ডানহাতি শেবাগ যেন বাঁহাতে ব্যাট করছে।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, 'ঋষভ পান্ত, অবশ্যই একজন প্রতিভান ক্রিকেটার। দীর্ঘদিন পরে আমি এমন একজন খেলোয়াড়কে দেখেছি যার মধ্যে চাপের কোনও প্রভাব নেই বলেই মনে হয়। এমনকি ১৪৬ রানে ৬ উইকেট পড়ে গেলেও সে যেভাবে নিজের ইনিংস শুরু করে, তা কেউ করতে পারে না। যে উইকেটই হোক না কেন বা অন্য দল যত রানই করুক না কেন সে বিদ্ধংসী ব্যাটিং করে। স্পিনার এবং পেস বোলারদের বিপক্ষেও সে সমানতালে ভালো খেলে। আমি তার ব্যাটিং দেখতে দারুণ উপভোগ করি। এটি অনেকটা এমন মনে হয়, শেবাগকে (বিরেন্দর শেবাগ) বাঁহাতে ব্যাট করতে দেখার মতো।'

তিনি আরো বলেন, 'যেহেতু আমি লক্ষ করেছি, এটি কেবল নয় যে তিনি এটি ভারতে করছেন, তিনি অস্ট্রেলিয়ায়ও করেছিলেন। সে সেঞ্চুরি করতে পারেনি কারণ সে তার নিজস্ব গতিতে খেলে। অনেক দিন পরে এমন একজন খেলোয়াড়কে দেখেছি আমি। ভারতের শচীন, দ্রাবিড় ছিল, এখন তাদের রয়েছে বিরাট এবং রোহিত। তবে তিনি যেভাবে খেলেন, তা আশ্চর্যজনক। তাঁর যে ধরণের আত্মবিশ্বাস রয়েছে তা অবাক করার মতো। আমি ক্রিকেটে তাঁর মতো খেলোয়াড়কে এর আগে দেখেনি।'