ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজ

৩ উইকেটের জয়ে সিরিজ নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:57 সোমবার, 08 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ফাবিয়ান অ্যালেনের অলরাউন্ড নৈপুণ্যে ৬ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ও শেষ টি-টোয়েন্টি জেতায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ সিরিজও জিতে নিয়েছে কাইরন পোলার্ডের দল।

অ্যালেন প্রথমে বল হাতে ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ১ উইকেট। আর শেষ দিকে ৬ বলে তার ২১ রানের ক্যামিও ইনিংস ক্যারিবীয়দের জয়টাকে আরো সহজ করে দেয়। এদিকে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

উইকেট বেশি না হারালেও নির্ধারিত ২০ ওভার শেষে তার দল সংগ্রহ করে ১৩১ রান। তখনো হাতে ছিলো তাদের ৬ উইকেট। টস জিতে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। দলীয় ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা।

দানুশকা গুনাতিলাকা ৯ বলে ৯ রান, পাথুম নিশাঙ্কা ১৩ বলে ৫ রান করে দলীয় ১৫ রানের মধ্যেই ফিরে যান। তিনে নামা নিরোশান ডিকওয়েলা ৪ রানের বেশি করতে পারেননি। আর দলীয় অধিনায়ক ম্যাথুসের ব্যাট থেকে আসে ১১ রান।

এরপরই দলের হাল ধরেন দিনেশ চান্ডিমাল ও আসেন বান্দ্রা। দলীয় সংগ্রহ ৪৬ থেকে এই দুজন নিয়ে যান ১৩১ রান পর্যন্ত। পঞ্চম উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৮৫ রান। চান্দিমাল অপরাজিত থাকেন ৪৬ বলে ৫৪ রান করে।

এই রান করতে তিনি হাঁকিয়েছেন ৩ টি বাউন্ডারি। হাফ সেঞ্চুরি ছুঁতে না পারলেও বান্দ্রা অপরাজিত থাকেন ৩৫ বলে ৪৪ রান করে। তার ব্যাট থেকে আসে ৩ চার ও ২ টি ছয়ের মার। উইন্ডিজদের হয়ে কেভিন সিনক্লেয়ার, জেসন হোল্ডার, ওবেড ম্যাককয় ও অ্যালেন ১ টি করে উইকেট নেন।

১৩২ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে আবারও দলকে ঝড়ো শুরু এনে দেন দুই উইন্ডিজ উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডেল সিমন্স ও এভিন লুইস। ২১ রান করে দলীয় ৩৭ রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন লুইস।

হাসারাঙ্গার বলে আউট হবার আগে সিমন্সের ব্যাট থেকে আসে ২৬ রান। প্রথম ম্যাচে ছয়টি ছক্কা হাঁকানো ক্যারিবীয় অধিনায়ক এবার ফেরেন কোন রান যোগ না করার আগেই। চামিরার বলে শূন্য রান করে ফিরে যান তিনি।

ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল করেন ১৩ রান। তাকে ফেরান লাক্সান সান্দাকান। দারুণ শুরুর চেষ্টা করেও ব্যার্থ হন নিকোলাস পুরান। ২৩ রান করে আবারো চামিরার বলে বোল্ড হয়ে যান তিনি। রভম্যান পাওয়েল ও ড্যারেন ব্রাভোর ব্যাট থেকে আসে ০ ও ৭ রান।

ফলে ১৭ ওভারের মধ্যে ১০৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য তখনো তাদের প্রয়োজন ১৮ বলে ২৯ রান। আকিলা ধনাঞ্জয়ার করা ১৯তম ওভারে তিন ছক্কা হাঁকিয়ে ৬ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌছে দেন অ্যালেন।

অপরপ্রান্তে ১৪ রান করে অপরাজিত থাকেন হোল্ডার। লঙ্কানদের হয়ে আবারো স্পিনাররা বোলিং সাম্থ্যের জানান দেন। ৭ উইকেটের মধ্যে ৩ টি শিকার করেন সান্দাকান ও হাসারাঙ্গা ডি সিলভা এবং চামিরার শিকার ২ টি করে উইকেট।