ইংল্যান্ড ক্রিকেট

অ্যাশেজেও বিশ্রাম পাবেন ইংলিশ ক্রিকেটাররা!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:23 রবিবার, 07 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রোটেশন পলিসির কারণে নিয়মিতই বিশ্রাম পাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা। আসন্ন অ্যাশেজ সিরিজেও এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন, ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ এবং এর আগের শ্রীলঙ্কা সফরের নিয়মিত বিশ্রাম পেয়েছেন বেন স্টোকস, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, মার্ক উড, স্যাম কারান, জস বাটলার, মঈন আলী এবং ক্রিস ওকস।

সিলভারউড জানিয়েছেন, তাদের এই রোটেশন প্রক্রিয়া কাজে লেগেছে। তাই তাতে সন্তুষ্ট তিনি। যারাই অ্যাশেজ সিরিজে খেলবে তাদের তাদের সম্পূর্ণ ফিট হিসেবে দেখতে চান ইংলিশ কোচ।

সিলভারউড বলেন, 'এটি অবশ্যই আমাদের দেখতে হবে। আমরা অ্যাসেজ নিয়ে কথা বলবো। আমি চাই স্কোয়াডের সবাই ফিট এবং ফর্মে থাকুক। আমরা নিশ্চিত করতে চাই যে সবাই ভালো অবস্থায় থেকে খেলতে আসুক। আমরা আমাদের খেলোয়াড়দের পর্যবেক্ষণ করবো।'

রোটেশন প্রক্রিয়া নিয়ে সিলভারউড বলেন, 'রোটেশন প্রক্রিয়া নিয়ে আমি আনন্দিত। আপনি দেখুন আমরা কি পরিমাণ ক্রিকেটার খেলিয়েছি এবং আমাদের সামনে কি পরিমাণ ক্রিকেটার আছে। আমাদের খেলোয়াড়দের রক্ষণাবেক্ষণ করতে হবে। নিশিচত করতে হবে যতটা সম্ভব তারা সুস্থ থাকে।'

আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল। এই ফাইনালে খেলার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের একটি টেস্টে খেলা নাও হতে পারে বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটারের। সিলভারউড জানিয়েছেন, এবার পুরো আইপিএল খেলার সুযোগ পাবেন ইংলিশ ক্রিকেটাররা।

তিনি বলেন, 'আমরা এখনও টেস্টের জন্য দল বাছাই করিনি। কিন্তু আমি বলবো দেশের হয়ে খেলাই বড় বিষয়। কোনো কিছু পরিবর্তন করা কঠিন। তবে এই মুহূর্তে তাদের পুরো আইপিএল খেলার স্বাধীনতা দেয়া হবে।'