রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ

মুশফিক-পাইলটের ব্যাটে বাংলাদেশ লিজেন্ডসের মাঝারি পুঁজি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:09 রবিবার, 07 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড লিজেন্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ লিজেন্ডস। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ লিজেন্ডসদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১১৩ রান।

যার অর্ধেক রানই এসেছে খালেদ মাসুদ পাইলট এবং মুশফিকুর রহমানের ব্যাট থেকে। ৫৫ রানেই ৫ উইকেট হারানো বাংলাদেশের স্কোর বোর্ডে এই দুজন যোগ করেন ৬১ রান। ফলে আগে ব্যাট করে ইংল্যান্ডকে ১১৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পারে বাংলাদেশ।

পাইলট ৩১ রান করে হাতে ব্যাথা পাওয়ায় মাঠ ছাড়েন। এই রান করতে তিনি খেলেছেন ৩৯ বল এবং বাউন্ডারি হাঁকিয়েছেন ৩ টি। আর মুশফিকুর ২৬ বলে ৩০ রান করে অপরাজিত আছেন। তার ব্যাট থেকে আসে ৪ টি চারের মার।

ভারতের লিজেন্ডসের বিপক্ষে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দারুণ শুরু এনে দেয়ার প্রচেষ্টা চালান মো: নাজিমউদ্দিন। ৩ চারের সুবাদে ১৪ বলে ১২ রান করে রায়ান সাইডবটমের বলে বোল্ড হয়ে যান তিনি।

এরপর ২ রানের মধ্যেই ফিরে যান জাভেদ ওমর বেলিম। প্রথম থেকেই দেখে শুনে খেলা বাংলাদেশের সাবেক এই উদ্বোধনী ব্যাটসম্যান করেন ১২ বলে ৫ রান। হান্নার সরকার চার নম্বরে নেমে ঝড়ো ইনিংস খেলার চেষ্টা করেন।

দুটি বাউন্ডারি হাঁকিয়ে আউট হওয়ার আগে করেন ৯ বলে ১৩ রান। নাফিস ইকবালে ব্যাট থেকে আসে ১০ বলে মাত্র ৮ রান। আর রাজিন সালেহ করেন মাত্র ৫। ফলে প্রথম ১০ ওভারের আগেই ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

এরপর পাইলট এবং মুশফিকুর দলকে সম্মানজনক স্থানে পৌছে দেন। ইংল্যান্ড লিজেন্ডসের হয়ে ২ টি উইকেট শিকার করেন ট্রেমলেট। ১টি করে উইকেট শিকার করেন মন্টি পানেসার, ক্রিস স্কোফিল্ড এবং সাইডবটম।