বাংলাদেশের ক্রিকেট

পেছালো টাইগার যুবাদের ভারত যাওয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:29 রবিবার, 07 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ৫দিন পিছিয়ে আগামী ১৫ মার্চ ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। যদিও একই মাসের ১০ তারিখ ভারতে যাওয়ার কথা ছিল টাইগার যুবাদার। কিন্তু করোনা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নিয়ুম-কানুনের কারণে আফগানিস্তান দলের ভারতে পৌছাতে কিছুদিন দেরি হবে।

যে কারণে আগের নির্ধারিত তারিখের থেকে ৫ দিন পরে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে আকবর আলি- শরিফুল ইসলামদের উত্তরসূরীরা। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের নয়ডায়। যা আফগানিস্তানের ঘরের মাঠ হিসেবে বিবেচিত হবে। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'সিরিজটি আফগানিস্তানের হোম ভেন্যু ভারতের নয়ডায় হলেও যাবতীয় নিয়মকানুন মেনেই সেখানে যেতে হচ্ছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে। এই কারণে তাদের পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে। আমরা আশা করছি, ১৫ তারিখে সিরিজ খেলতে ভারতে যেতে পারবো।'

আফগানিস্তান যুব দলের বিপক্ষে ৫টি ওয়ানডে ম্যাচ ছাড়াও একটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ যুব দল। আর এই সিরিজ দিয়েই শুরু হবে টাইগার যুবদের বিশ্বকাপ মিশন। ২০২২ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হবে এবারের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে আকবরা দেশে-বিদেশে মিলিয়ে মোট ৩৬টি ম্যাচ খেলছিল, যার ফল বিশ্বকাপের শিরোপা। এবারের দলটির জন্য তাই অন্তত ৩০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির। যার দরুণ দেশের মাটিতে পাকিস্তান এবং এ বছরের মাঝামাঝি ইংল্যান্ড যাবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।