ইংল্যান্ড ক্রিকেট

ইংল্যান্ড দলে বেয়ারস্টোর জায়গা দেখছেন না ভন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:42 রবিবার, 07 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর। দলের সেরা ব্যাটিং পজিশন তিন নম্বরে নেমে তিনি ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি, বারবারই হয়েছেন ব্যার্থ। তাই তো আসছে গ্রীষ্মে কিংবা অ্যাসেজ সিরিজের ইংল্যান্ডে দলে বেয়ারস্টোর জায়গা দেখছেন না দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন।

ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের দুই টেস্টে সুযোগ পেয়েছিলেন বেয়ারস্টো। চার ইনিংসে ব্যাট করে তিনবারই আউট হয়েছেন শূন্য রানে। শুধু তাই নয় গত ৯ টেস্টে একটিও হাফ সেঞ্চুরি নেই এই ডানহাতি ব্যাটসম্যানের। সর্বশেষ ৫০ পেরনো ইনিংস খেলেছিলেন ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এরপর শেষ ৯ টেস্টে তার তার সর্বোচ্চ রান ৪৭। যেখানে তার ব্যাট থেকে এসেছে মোট ২৯৫ রান। আর সর্বশেষ ভারত সিরিজে তার ব্যার্থতা যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। এ কারণেই আগামী মৌসুমে ইংল্যান্ড টেস্ট দলে বেয়ারস্টোর জায়গা দেখছেন না ভন।

তিনি বলেন, 'এই টেস্ট দল থেকে জনি বেয়ারস্টো বাদ পড়বে। এই গ্রীষ্মে ইংল্যান্ডের হয়ে তিন নম্বরে ব্যাট করার সম্ভাবনা দেখছি না তাঁর বা শীতে অস্ট্রেলিয়া সফরেও না। আমি মনে করি না যে এই সফর থেকে তার সত্যিকারের ইতিবাচক কিছু নেবার মতো আছে।'

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে অসাধারণ ব্যাট করেছিলেন ইংর্যান্ডের অধিনায়ক জো রুট। একই সিরিজে জেমস অ্যান্ডারসন ছুঁয়েছেন ৯০০ উইকেটের মাইলফলক। আর স্পিন দিয়ে নিজের প্রতিভার জানান দিয়েছেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। তাই এই ক্রিকেটারদের প্রশংসা করতেও ভোলেননি ভন।

তিনি আরো যোগ করে এ প্রসঙ্গে বলেন, 'কেবলমাত্র হলো জো রুট, জেমস অ্যান্ডারসন এবং বেন স্টোকস বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে নিজেদের ধরে রেখেছেন। জ্যাক লিচ তাঁর প্রতিভার কিছুটা জানান দিয়েছে।'