ভারত-ইংল্যান্ড সিরিজ

শাস্ত্রীর থেকেও প্রতিভাধর সুন্দর!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:33 রবিবার, 07 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে রবি শাস্ত্রী ছিলেন একজন পুরোদস্তর স্পিনার, ব্যাট করতেন লোয়ার অর্ডারে। ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে হয়ে ওঠেন উদ্বোধনী ব্যাটসম্যান। গত বছর অস্ট্রেলিয়া সিরিজের শেষ টেস্টে স্পিনার হিসেবে ভারত দলে অভিষেক ঘটে তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের। এরপর দলের ক্রান্তিকালে ব্যাট হাতে তিনি‌ও নিজের প্রতিভার জানান দেন।

সেই ম্যাচে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে খেলেছিলেন ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস। দ্বিতীয় ইনিংসে করেন কার্যকরী ২২ রান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৭ নম্বরে নেমে করেন অপরাজিত ৮৫ রান। আর ঐ সিরিজের শেষ টেস্টে ৮ নম্বরে নেমে খেলেন ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস। মূলত সুন্দর ও ঋষভ পান্তের ১১৩ রানের জুটিতেই প্রথম ইনিংসে লিড পেয়েছিল ভারত।

স্পিনার হিসেবে দলে সুযোগ পেয়ে লোয়ার অর্ডারে ব্যাট হাতে নিজের প্রতিভার জানান দেয়ায় সুন্দরের ব্যাটিং সামর্থ্য নিয়ে অভিভূত ভারতের টিম ম্যানেজমেন্ট। ক্যারিয়ারের শুরুর দিকে মিল থাকায় সুন্দরকে শাস্ত্রীর সঙ্গে তুলনা করছেন অনেকেই। তবে ভারতের এই প্রধান কোচ মনে করছেন তার থেকেও সহজাত প্রতিভা কিংবা যোগ্যতার অধিকারী সুন্দর।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছানোর পর সুন্দরকে নিয়ে শাস্ত্রী বলেন, 'আমার তুলনায় ওয়াশিংটন সুন্দরের অনেক বেশি সহজাত প্রতিভা কিংবা যোগ্যতা রয়েছে। আমার মনে হয় রাজ্যের হয়ে তার সেরা চারে ব্যাটিং করা উচিত, এ নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। আমি মনে করি তার শীর্ষ চারে ব্যাটিং করা উচিত।'

অনুর্ধ্ব-১৯ দলের খেলার সময় ভারতের হয়ে ইনিংস শুরু করার অভিজ্ঞতা রয়েছে সুন্দরের। তাইতো শাস্ত্রী মনে করছেন, রাজ্য দলের হয়ে কমপক্ষে সেরা চারের মধ্যে ব্যাট করা উচিত এবং বোলিংয়ে আরো বেশি মনোনিবেশ করা উচিত ২১ বছর বয়সী এই ক্রিকেটারের। তাহলে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ৬ নম্বর পজিশনের জন্য একজন পরিক্ষিত ব্যাটিং অলরাউন্ডার পাবেন তারা।

এ প্রসঙ্গে শাস্ত্রী আরো যোগ করে বলেন, 'সে যথেষ্ট ভাল এবং একই সঙ্গে সে যদি তাঁর বোলিংয়ে মনোনিবেশ করতে পারে তবে ভবিষ্যতে ভারত ৬ নম্বর পজিশনের জন্য একজন ভালো ক্রিকেটার পাবে। এমন কেউ যে আপনাকে ৬০-৭০ রান করে দেবে এবং দলের হয়ে বোলিং করতে পারবে। ছয় নম্বরে এটাই তার ভূমিকা। আমি মনে করি তিনি এই ভূমিকায় আরও ভাল করতে পারবে।'