টেস্ট চ্যাম্পিয়নশিপ

লর্ডসে হচ্ছে না টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:26 রবিবার, 07 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের জুনে ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সূচি নির্ধারণের সময় এমনটা জানালেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ধারণা করা হচ্ছে লর্ডসের পরিবর্তে সাউদাম্পটনে হতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

যদিও ভেন্যু চূড়ান্ত নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তবে লর্ডসে যে ফাইনাল হচ্ছে না এটা প্রায় নিশ্চিত। ভেন্যু পরিবর্তন নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি। লর্ডসে ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসার পর আলোচনায় ছিল ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও বার্মিংহামের এজবাস্টন।

মূলত টিকেট সংখ্যা বেশি থাকার কারণে এই দুই ভেন্যুকে বিবেচনায় নিয়েছিল তারা। তবে মাঠের সুবিধার কারণে এই দুই ভেন্যুর চেয়ে ঢের এগিয়ে সাউদাম্পটন। স্টেডিয়ামের সঙ্গে পাঁচ তারকা হোটেল থাকায় করোনাকালীন জৈব সুরক্ষা বলয় ও লকডাইন ইস্যুতে স্বস্তিতে থাকতে পারবেন আয়োজকরা।

এ ছাড়া গেল বছর করোনাকালীন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছে ইংল্যান্ড। যে কারণে ফাইনালের জন্য সাউদাম্পটনকেই বিবেচনায় নিচ্ছে আয়োজকরা। যদিও এ নিয়ে চূড়ান্ত কিছু বলেননি সাউদাম্পটন ক্রিকেট বোর্ডের সভাপতি রড ব্রান্সগ্রোভ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে খুব বেশি তথ্য দিতে পারি না এবং এটি নিয়ে আলোচনাও করতে পারি না। সাউদাম্পটনের চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি যে সাউদাম্পটনে পর্যাপ্ত সুবিধা থাকলে এখানে আয়োজন করতে বলতে পারি। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা তা আমি জানি না।’

এ ছাড়া মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) এক মুখপাত্র বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরিকল্পনা নিয়ে এমসিসি আইসিসি ও ইসিবির সঙ্গে কাজ করছে। এখনও ফাইনালের অবস্থানের বিষয়ে কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়া হয়নি। আইসিসির পক্ষ থেকে এটি ঘোষণা করা হবে অবশ্যই।’

চলতি বছরের ১৮-২২ জুন মাঠে গড়ানোর কথা রয়েছে টেস্ট চ্যাম্পিয়নিশিপের ফাইনালের। যেখানে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ভেন্যু চূড়ান্তের দিন ফাইনাল নিয়ে বেশ কিছু শর্ত ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে ২৩ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রিজার্ভ ডে রাখা হচ্ছে।