নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ

গাপটিল-সোধিতে নিউজিল্যান্ডের সিরিজ জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:13 রবিবার, 07 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইশ সোধির দারুণ বোলিংয়ের পর মার্টিন গাপটিলের ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিার বিপক্ষে সিরিজ জিতে নিলো নিউজিল্যান্ড। সিরিজে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে কেন উইলিয়ামসনের দল। তৃতীয় ও চতুর্থ ম্যাচে জিতে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত সিরিজ জিততে পারলো না অজিরা।

১৪৩ রানের মাঝারি লক্ষ্য তাঁড়া করতে নেমে শুরুটা ভালো করে নিউজিল্যান্ডের ‍দুই ওপেনার। প্রথম চার ম্যাচে ভালো করতে না পারায় টিম সেইফার্টের পরিবর্তে এদিন গাপটিলের সঙ্গে ওপেন করেন কনওয়ে। এমন পরিবর্তনে কিউইরা ফলও পেয়েছে হাতে নাতে।

কনওয়ে কিছুটা ঠাণ্ডা মেজাজে খেললেও আক্রমণাত্বক ব্যাটিং করেন গাপটিল। ১০৬ রানের উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে দেন তারা দুজন। ২৮ বলে ৩৬ রান করে কনওয়ে ফিরলে ভাঙে তাঁদের দুজনে এই জুটি। রিলে মেরিডিথের পরের বলেই সাজঘরে ফেরেন উইলিয়ামসন।

তাঁদের দুজনের বিদায়ের পর দীর্ঘস্থায়ী হতে পারেননি গাপটিলও। ৪৬ বলে ৭১ রান করে ঝাই রিচার্ডসনের বলে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। ইনিংসটি খেলতে ৪টি ছক্কা ও ৭টি চার মেরেছিলেন তিনি। গ্লেন ফিলিপসের ১৬ বলে ৩৪ রানে ঝড়ে শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় কিউইরা।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। দলীয় ৮ রানের সময় ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরেন জশুয়া ফিলিপ। এরপর অবশ্য দলের প্রতিরোধ গড়ে তুলেন অ্যারন ফিঞ্চ ও ওপেনিং থেকে তিনে নেমে ব্যাটিং করা ম্যাথু ওয়েড।

৩৬ রান করে ফিঞ্চ ফিরে গেলে ভাঙে তাঁদের দুজনের ৬৯ রানের জুটি। ২৯ বলে ৪৪ রান করে ট্রেন্ট বোল্টের বলে ফিরতে হয়েছে ওয়েডকেও। এরপর মার্কাস স্টয়নিসের ২৬ বলে ২৬ রান ছাড়া আর কেউ সেভাবে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান তুলে অজিরা। কিউইদের হয়ে ৩টি উইকেট নিয়েছেন সোধি, ২টি করে উইকেট টিম সাউদি ও বোল্টের।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ১৪২/৮ (ওভার ২০) (ওয়েড ৪৪, ফিঞ্চ ৩৬, স্টয়নিস ২৬, সোধি ৩/২৪, বোল্ট ২/২৬)

নিউজিল্যান্ড: ১৪৩/৩ (ওভার ১৫.৩) (গাপটিল ৭১, কনওয়ে ৩৬, ফিলিপস ৩৪*, মেরিডথ ২/৩৯)