ভারত - ইংল্যান্ড সিরিজ

১০ বছরের পরিশ্রমের ফল পাচ্ছে ভারত, দাবি অশ্বিনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:50 রবিবার, 07 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চেন্নাইয়ে প্রথম টেস্ট হারা ভারত শেষ পর্যন্ত সিরিজ জিতেছে ৩-১ ব্যবধানে। ইংলিশদের বিপক্ষে ঘরের মাঠে আরও একবার দুর্বার বিরাট কোহলির দল। গেল কয়েক বছরে ঘরের মাঠে অপ্রতিরোধ্য বনে গেছে ভারত। নিজেদের মাঠে সর্বশেষ ১৩ সিরিজের সবকটিতেই জিতেছে ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। চলতি বছরের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলবেন কোহলিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার সুযোগ খুব সহজে আসেনি বলে জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজ সেরা হওয়া এই অলরাউন্ডারের মতে, গেল ১০ বছরের পরিশ্রমের ফল পাচ্ছে ভারত।

এ প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ কিন্তু একদিনে তৈরি হয়নি। শেষ দশ বছরের পরিশ্রমের ফল পাচ্ছি আমরা। বেশিরভাগ টেস্ট জিতেছি। শেষ এক বছরে হেরেছি মাত্র তিনটি টেস্ট। এটাই বলে দেয় বর্তমান ভারতীয় দলের মান কতটা উঁচু।’

করোনাকালীন খেলা বন্ধ থাকলেও ফাঁকি না দিয়ে পরিশ্রম করে যাচ্ছেন অশ্বিন। লকডাউনের পরে নিজের সেরা ছন্দে থাকবেন কিনা এ নিয়ে সন্দিহান ছিলেন এই অলরাউন্ডার। তবে মাঠে ফিরেই দাপট দেখাচ্ছেন তিনি। গেল কয়েক মাস জীবনের সেরা সময় কাটিয়েছেন বলে দাবি অশ্বিনের।

তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরে জীবনের সেরা মুহূর্ত কাটাচ্ছি। সেরা ছন্দে আছি। এই সিরিজও আমার জীবনের অন্যতম সেরা। লকডাউনের পরে আগের মতো ছন্দ থাকবে কি না, তা নিয়ে চিন্তিত ছিলাম। তবে পরিশ্রমে ফাঁকি দেইনি। এবার বাড়ি ফেরার পালা।’

প্রথম টেস্টের পর থেকেই উইকেট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতকে। আহমেদাবাদে তৃতীয় টেস্ট দুইদিনে শেষ হওয়ায় সমালোচনাটা আরও তীব্র হয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেট নিয়ে টুইটারে হাস্যরস করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। মাইকেল ভন তো ইনস্টাগ্রামে খোঁড়া মাটিতে ব্যাট করার ছবি দিয়ে ব্যঙ্গ করেছেন। তবে অশ্বিন মনে করছেন এসবে গুরুত্ব না দেয়াই ভালো।

অশ্বিন বলেন, ‘সানি ভাই (সুনীল গাভাস্কার) আগের দিন যা বলেছেন, তার সঙ্গে একমত আমি। সত্যি আমরা এ ধরনের সমালোচনা ও বিদ্রুপকে বেশি গুরুত্ব দিয়েছি। আমারও দেখতে ইচ্ছে করে বিশ্বের যে কোনও প্রান্তে ঘাসে ভরা উইকেটের ছবি তুলে ইনস্টাগ্রামে দিক আমাদের বিশেষজ্ঞেরা। বিশ্ব জুড়ে তার কী প্রতিক্রিয়া হয় তা দেখার জন্য তর সইছে না।’