পিএসএল

পিএসএলে করোনা, মেডিকেল বিভাগ প্রধানের পদত্যাগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:20 শনিবার, 06 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। গত কয়েক দিনের মধ্যেই পিএসএলের বেশ কয়েকজন ক্রিকেটার এবং কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই অন্য ক্রিকেটার এবং সংশ্লিষ্টদের স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে মাঝপথে পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পিসিবি।

পিএসএল স্থগিতের জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল বিভাগের প্রধান ডা: সোহেল পদত্যাগ করেছেন। অনেকেই মনে করেন পিসিবির মেডিকেল বিভাগের অসাবধানতার কারণেই পিএসএলের ক্রিকেটার এবং কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছে। এই দায় স্বীকার করে নিয়ে সোহেল এবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন পিসিবির কাছে।

এরই মধ্যে তিনি পিসিবি সভাপতি এহসান মানির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পিসিবি এক বিবৃতিতে বলেছে, 'আমরা ডা: সোহেলের পদত্যাগ পত্র বিবেচনা করছি। ডা: সোহেলের এক মাসের সময় পাবেন এবং পিএসএল ৬ স্থগিতের কারণ বের করতে চলমান তদন্তে তিনি সহায়তা করবেন।'

পিএসএল স্থগিতের পরই পিসিবির কড়া সমালোচনা করেছিলেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসার পিসিবির মেডিকেল বিভাগের শাস্তিও দাবি করেছিলেন। তাঁর প্রশ্ন সব দায় কেন প্রধান নির্বাহী ওয়াসিম খানের ওপর চাপানো হয়েছে। পিসিবি সভাপতি এহসান মানিকে এসব প্রশ্নের উত্তর দিতে বলেছেন তিনি। 

তাঁর ভাষ্য ছিল, 'মেডিক্যাল বিভাগের শাস্তি হওয়া উচিত এবং আমি অনুরোধ করবো উর্ধ্বতন কতৃপক্ষকে। কারণ তারা মানুষের জীবন নিয়ে খেলেছে। সব দায় ওয়াসিম খানের ওপর চাপানো হয়েছে এবং তাকেই বাববার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। ওয়াসিম খান কেন? এহসান মানিকে আনা হোক। মানি সাহেব কোথায়? সব উত্তর দেয়া কি ওয়াসিম খানের দায়িত্ব? এহসান মানির উত্তর দেয়া উচিত।'