ভারত - ইংল্যান্ড সিরিজ

ফোকস বিশ্বসেরা উইকেটকিপার, দাবি রুটের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:55 শনিবার, 06 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রোটেশন পলিসির কারণে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে জায়গা হয়নি বেন ফোকসের। চেন্নাইয়ে প্রথম টেস্টে জস বাটলার খেললেও পরের তিন টেস্টে দলের নিয়মিত মুখ ছিলেন ফোকস। সিরিজের শেষ তিন ম্যাচে ইংলিশরা দাপট দেখাতে না পারলেও উইকেটের পেছনে দারুণ সময় পার করেছেন ফোকস।

উইকেটের পেছনে দারুণ দক্ষতা দেখিয়ে সাবেক ক্রিকেটারদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি। যদিও ব্যাট হাতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবুও ফোকসের প্রশংসায় পঞ্চমুখ ইংলিশ অধিনায়ক জো রুট। তাঁর মতে, তর্ক সাপেক্ষে ফোকস বর্তমান বিশ্বের সেরা উইকেটরক্ষক। আরেক উইকেটরক্ষক বাটলারেরও প্রশংসা করেছেন তিনি।

এ প্রসঙ্গে রুট বলেন, ‘আমি মনে করি এই টেস্ট সিরিজে বেনের উইকেটকিপিং দুর্দান্ত ছিল। আমি মনে করে তর্ক সাপেক্ষে সে বিশ্বসেরা উইকেটরক্ষক। তাঁর গ্লাভসের কাজ দুর্দান্ত, সে দুর্দান্ত খেলোয়াড়ও। এটাও বলছি যে জস (বাটলার) একজন দারুণ অভিজ্ঞ খেলোয়াড়, সে গত বছর দলের জন্য অনেক অবদান রেখেছে। এই প্রতিযোগীতাটি দলের জন্য বেশ ভালো।'

বড় জয় দিয়ে সিরিজ শুরু করলেও পরের তিন ম্যাচে অচেনা ছিল ইংলিশরা। পরের দুই ম্যাচে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ও শেষ টেস্টেও অচেনা ছিল ইংলিশ ব্যাটসম্যানরা। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে খাবি খেয়েছে রুট-ররি বার্নসরা।

শেষ টেস্টে ইনিংস ও ২৫ রানের ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। ফলে ৩-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে ইংলিশরা। যেখানে সবচেয়ে বড় কারণ ইসিবির রোটেশন পলিসি। দেশটির ক্রিকেট বোর্ডের নতুন নিয়মের কারণে দলের সব সেরা খেলোয়াড়দের এক সঙ্গে পাননি রুট। তবে সিরিজ থেকে অনেক কিছু শিখেছেন, যা পরবর্তীতে কাজে দেবে বলে বিশ্বাস তাঁর।

রুট বলেন, ‘আমি মনে করি আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি। যা পরবর্তীতে কাজে লাগবে। এটা ইংল্যান্ড দলের জন্য ভালো এবং এটা তিন ফরম্যাটের জন্যই ভালো হবে। যদিও এটা আদর্শ উপায় নয় (শিক্ষার)। অধিনায়ক হিসেবে আপনি সবসময় চাইবেন আপনার সব খেলোয়াড় উপলব্ধ থাকুক এবং এটা এই সিরিজে হয়নি।’