ভারত-ইংল্যান্ড সিরিজ

কোহলির নেতৃত্বে স্বাধীন পান্ত-অক্ষররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:20 শনিবার, 06 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাট হাসেনি বিরাট কোহলির। তবে চৌকস নেতৃত্বে ইংলিশদের বিপক্ষে সিরিজ জিতিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্ট ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১৭২ রান। রানের হিসেবে যা কিনা তাঁর ক্যারিয়ারের অন্যতম বাজে সিরিজ।

ক্যারিয়ারে প্রথমবারের মতো এই সিরিজে দুইবার শূন্য রানে আউট হওয়ার অভিজ্ঞতাও হয়েছে ভারতীয় এই অধিনায়কের। তবুও ৩-১ ব্যবধানে সিরিজ জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেছে তাঁর দল। অবশ্য ভারতের এমন দাপুটে জয়ের পেছনে অধিনায়ক কোহলিকে কৃতিত্ব দিচ্ছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একই দলে খেলেন এই দুই তারকা ক্রিকেটার। তাই অধিনায়ক কোহলির ভূমিকা সম্পর্কে ভালোই অবগত মারকুটে এই ব্যাটসম্যান। আহমেদাবাদ টেস্টে ভারতের ইনিংস ব্যবধানে জয়ের পরেই কোহলি বন্দনায় মাতেন ভিলিয়ার্স। ভারতীয় এই ক্রিকেটারকে ‘বিশেষ অধিনায়ক’ আখ্যায়িত করে প্রোটিয়া এই ক্রিকেটার লেখেন, দলে কোহলির প্রভাবের কারণেই তরুণ ক্রিকেটাররা ভয়ডরহীন ক্রিকেট খেলতে পেরেছে।

তিনি বলেন, ‘এই টেস্টে কোহলির নেতৃত্বের কারণেই অক্ষর, ঋষভ, ওয়াশিংটনদের মতো তরুণ ক্রিকেটাররা স্বাধীনভাবে খেলতে পেরেছে এবং ম্যাচে প্রভাব বিস্তার করতে পেরেছে। যখন ক্রিকেটাররা খারাপ করে বা ব্যক্তিগতভাবে ভেঙে পরে তখন বডি ল্যাঙ্গুয়েজ এবং আবেগের মাধ্যমে তাঁদের উন্নতি ঘটানোর জন্য বিশেষ নেতৃত্বের দরকার পরে।’

তরুণ ক্রিকেটারদের ছাড়া ইংল্যান্ডকে হারানো আসলেও সম্ভব ছিলনা ভারতের জন্যে। দলের সিনিয়র ক্রিকেটারদের ব্যর্থতার সময়ে ব্যাট হাতে ঋষভ-ওয়াসিংটনদের জ্বলে ওঠা এবং বল হাতে অভিষিক্ত অক্ষরের দারুণ পারফরমেন্সে ভর করেই ইংলিশদের গুঁড়িয়ে দেয় স্বাগতিকরা।

অবশ্য কোহলি নিজের বাজে সময় কাটিয়ে চাইবেন যত দ্রুত পারা যায়। বাজে সময় কাটাতে দারুণ মঞ্চ হতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের দুটি সিরিজ। মার্চের ১২ তারিখ থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে এই দুই দল। এরপর শুরু হবে একই সংখ্যক ওয়ানডে ম্যাচের সিরিজ।