আইপিএলের পর্দা উঠছে ৯ এপ্রিল!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর দিনক্ষণ এবং ভেন্যু নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এবারের আইপিএল শুরু হবে ৯ এপ্রিল থেকে। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে। ভারতের ৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ।
করোনার কারণে আইপিএলের গত আসর অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। দেশটির শারজাহ, দুবাই আর আবু ধাবিতে জৈব সুরক্ষা বলয়ের অধীনে মাঠে গড়িয়েছিল সবগুলো ম্যাচ। তবে এবারের আসর ভারতে আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর দেশটির ক্রিকেট বোর্ড। করোনার কারণে এবারের আসরও অনুষ্ঠিত হবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে।

আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা আর মুম্বাই- এই ৬ ভেন্যুতে এবারের আসরের ৬০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অবশ্য এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে আগামী সপ্তাহে। কেবলমাত্র গভার্নিং কাউন্সিল (জিসি) এই বিষয়ে অনুমতি দিলেই পাওয়া যাবে আনুষ্ঠনিক সিদ্ধান্ত।
এই বিষয়ে জিসির এক সদস্য বলেন, ‘আইপিএলের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে নেয়া হবে তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহেই এই বিষয়ে ফলাফল আসতে পারে। বিসিসিআইয়ের প্রস্তাব অনুযায়ী এবারের আসরের পর্দা উঠবে ৯ এপ্রিল, ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে।’
করোনার কারণে এবারের আসর একটি ভেন্যুতেই আয়োজন করতে চেয়েছিল বিসিসিআই। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি ঘটায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আয়োজকরা। সরকারের অনুমতি পেলে অন্তত চার থেকে পাঁচটি কিংবা এরও বেশি ভেন্যুতে আয়োজন হবে এবারের আসর। এছাড়া যত বেশি সংখ্যক দর্শক মাঠে প্রবেশে অনুমতি দেয়া যায় তা নিয়েও আলোচনা চলছে।
‘আমরা আমাদের পূর্ব পরিকল্পনা থেকে সরে এসে একাধিক ভেন্যুতে আইপিএল আয়োজন করতে চাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আরো বেশি সংখ্যক দর্শক মাঠে প্রবেশ করানোর ব্যাপারে আলোচনা হচ্ছে। জৈব সুরক্ষা বলয়ের সম্ভাব্যতা ভেন্যু নির্দিষ্টকরণের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে সবকিছুর উর্ধ্বে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করা হবে।’- বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন।
গত ফেব্রুয়ারিতে আইপিএলের ১৪ তম আসরের নিলাম অনুষ্ঠিত হয়ে গেছে। অংশ নিতে যাওয়া ৮ টি দল তাঁদের স্কোয়াডে প্রয়োজনীয় ক্রিকেটার ভিড়িয়েছে। ইতিমধ্যে আইপিএলকে সামনে রেখে চেন্নাইতে পৌঁছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। আগামী ৯ মার্চ থেকে প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করবে আইপিএলের অন্যতম সফল এই দলটি।