ভারত-ইংল্যান্ড সিরিজ

ইংল্যান্ডকে ৩ দিনে হারিয়ে ফাইনালে ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:21 শনিবার, 06 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আহমেদাবাদে চতুর্থ ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ইনিংস এবং ২৫ রানের ব্যবধানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। সেই সঙ্গে ৩-১ ব্যবধানে ইংলিশদের বিপক্ষে সিরিজও জিতে নিয়েছে বিরাট কোহলির দল।

নিজেদের প্রথম ইনিংসে ২০৫ রানে অল আউট হয়েছিল ইংল্যান্ড। জবাবে খেলতে নেমে ভারতের ইনিংস থামে ৩৬৫ রানে। এর ফলে প্রথম ইনিংসে তারা লিড পায় ১৬০ রানের। এই রানের চাপেই দাঁড়াতে পারেনি জো রুট বাহিনী।

দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৭ উইকেট হারিয়ে ২৯৪ রান। সেখান থেকে তৃতীয় দিনের শুরুতে ৭১ রান যোগ করেই বাকি তিন উইকেট হারিয়েছে স্বাগতিকরা। আগেরদিন ৬০ রানে অপরাজিত থাকা ওয়াশিংটন সুন্দর সঙ্গীর অভাবে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মাত্র ৪ রানের জন্য।

অক্ষর প্যাটেল অবশ্য ব্যাট হাতে সুন্দরকে দারুণ সঙ্গ দিয়েছেন। এই দুজনে সপ্তম উইকেটে যোগ করেছেন ১০৬ রান। অক্ষর ৪৩ রান করে ফেরার পর বাকি দুই ব্যাটসম্যান কোনো রানই যোগ করতে পারেননি। ইশান্ত শর্মা এবং মোহাম্মদ সিরাজ দুজনই শিকার হয়েছেন বেন স্টোকসের।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। মাত্র ৩০ রানের মধ্যেই তারা হারায় টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে। ডমেনিক সিবলিকে (৩) ফিরিয়েছেন অক্ষর। আর বাকি তিন উইকেটই গেছে রবিচন্দ্রন অশ্বিনের দখলে।

এর মধ্যে জনি বেয়ারস্টো স্কোরবোর্ডে কোনো রানই যোগ করতে পারেননি। কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ইংলিশ অধিনায়ক জো রুট। তবে তিনিও স্থায়ী হতে পারেননি। তিনি ফেরেন ৩০ রান করে অশ্বিনের বলে এলবি ডব্লিউ হয়ে।

এরপর অলি পোপ ১৫, বেন ফোকস ১৩ রান করে ফিরেছেন। শেষ দিকে একাই ব্যাট হাতে লড়াই করেছেন ড্যানিয়েল লরেন্স। তিনি শেষ ব্যাটসম্যান হিসেবে ৫০ রান করে ফিরেছেন। অশ্বিন তাঁকে ফিরিয়ে ক্যারিয়ারের ৩০তম বারের মতো ৫ উইকেট দখলের রেকর্ড গড়েছেন। ইংলিশদের বাকি পাঁচ উইকেট গেছে অক্ষরের দখলে। শেষ টেস্টে এ নিয়ে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড (প্রথম ইনিংস): ২০৫/১০ (৭৫.৫ ওভার) (স্টোকস ৫৫; অক্ষর ৪/৬৮)

ভারত (প্রথম ইনিংস): ৩৬৫/১০ (১১৪.৪ ওভার) (পান্ত ১০১, ওয়াশিংটন ৯৬*; স্টোকস ৪/৮৯, অ্যান্ডারসন ৩/৪৪)

ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ১৩৫/১০ (৫৪.৫ ওভার) (লরেন্স ৫০, রুট ৩০; অক্ষর ৫/৪৮ অশ্বিন ৫/৪৭)