বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

পেস কন্ডিশনের দিন ২০ বছর আগে শেষ হয়ে গেছে: মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:09 শুক্রবার, 05 মার্চ, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

তিন ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। আসন্ন এই সিরিজে টাইগারদের ইতিবাচক পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী মাশরাফি বিন মুর্তজা।

নিউজিল্যান্ডের পেস বান্ধব উইকেটের কথা মাথায় রেখে এক ঝাঁক পেসার নিয়ে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ দল। যদিও সেখানে ফ্ল্যাট উইকেটে খেলা হবে বলে মনে করেন মাশরাফি। 

সাবেক এই টাইগার অধিনায়ক মনে করেন, ২০ বছর আগেই পেস বান্ধব উইকেটের ধারনা থেকে সরে এসেছে নিউজিল্যান্ড। এখন তারা ফ্ল্যাট উইকেটেই খেলে। এই উইকেটে যেমন ব্যাটসম্যানদের সুযোগ থাকলেও পেসারদের কাজটি বেশ কঠিন হয়ে যায়।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, 'আমাদের এটা রিয়েলাইজ করতে হবে যে আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া গেলে সবাই এক তরফা কথা বলে যে উইকেট সিমিং কন্ডিশন। কিন্তু আসলে এইগুলা তো আরও ২০ বছর আগে শেষ হয়ে গেছে। এখন তো ফ্ল্যাট উইকেটে খেলা হয়। বাংলাদেশে ২৫০ রান করা কঠিন হয়, ওইখানে ৩০০-৩৫০ করে আবার চেজও হয়ে যায়। সো ওইখানে পেসারদের জন্য আরও কঠিন।'

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের হারানোর সামর্থ্য আছে তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদদের। এই বিষয়ে কোনো সন্দেহ নেই মাশরাফির। কোনো চাপ না নিয়ে খেলতে পারলে বাংলাদেশ দল ভালো করবে বলেই মনে করেন তিনি।

মাশরাফির ভাষ্য, 'এইখান থেকে ওরা যদি আরও ভালো করে, যে অ্যাবিলিটি ওদের আছে, যদি ভালো করে, আশা করছি যে ভালো করবে, বাট আমি আগেও বললাম যে ইন্ডিভিজুয়াল প্রতিটি খেলোয়াড়ের ওপর থেকে চাপ কমিয়ে দিতে হবে। তাহলে ওরা মন খুলে যদি খেলাটা খেলতে পারে, কোনো চাপ না থাকে, তাহলে অবশ্যই ভালো খেলবে।'