অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ

শাস্তি পেলেন সাউদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:04 শুক্রবার, 05 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৫০ রানের ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। ম্যাচ হারের পর দুঃসংবাদ পেয়েছেন কিউই পেসার টিম সাউদি। ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করে শাস্তি পেয়েছেন তিনি।

তাঁর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুচ্ছেদ ২.৮ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। যদিও তাঁর অপরাধটি প্রথম স্তরের হিসেবে বিবেচনা করেছেন ম্যাচ রেফারি। এর ফলে তাঁকে তিরস্কার করা হয়েছে। সেই সঙ্গে সাউদির নামের পাশে যুক্ত হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।

গত ২৪ মাসের মধ্যে সাউটির এটাই প্রথম ডিমেরিট পয়েন্ট। সাউদির অপরাধটি অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি চলাকালীন।  সেই ম্যাচে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের একটি এলবিডব্লিউ এর আবেদন করেছিলেন সাউদি। রিভিউ নেয়ার পর আম্পায়ার্স কলের কারণে থার্ড আম্পায়ার নট আউট দেন।

সাউদির সেই সময়ের আচরণ অসম্মানজনক বলে মনে হয়েছে মাঠের আম্পায়ারদের। সাউদি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। করোনা পরিস্থিতির কারণে কোনো আনুষ্ঠানিক শুনানি হয়নি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি শেষে এই শাস্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।

তৃতীয় টি-টোয়েন্টি শেষে সাউদির বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন, মাঠের দুই আম্পায়ার ক্রিস গ্যাফানি, ওয়েন নাইটস, থার্ড আম্পায়ার শন হাইগ এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন। আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম স্তরের অপরাধের সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট। সাউদির ক্ষেত্রে শুধু একটি কার্যকর হয়েছে।