পিএসএল

মানুষের জীবন নিয়ে খেলেছে পিসিবি!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:48 শুক্রবার, 05 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। গত কয়েক দিনের মধ্যেই পিএসএলের বেশ কয়েকজন ক্রিকেটার এবং কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই অন্য ক্রিকেটার এবং সংশ্লিষ্টদের স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে মাঝপথে পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পিসিবি।

পিএসএল স্থগিতের পর পিসিবির কড়া সমালোচনা করেছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসার পিসিবির মেডিক্যাল বিভাগের শাস্তি দাবি করেছেন। তাঁর প্রশ্ন সব দায় কেন প্রধান নির্বাহী ওয়াসিম খানের ওপর চাপানো হয়েছে। পিসিবি সভাপতি এহসান মানিকে এসব প্রশ্নের উত্তর দিতে বলেছেন তিনি। 

এ প্রসঙ্গে শোয়েব বলেছেন, 'এখন একে অন্যের ওপর দায় চাপানোর সময়। তবে এটা মানতে হবে যে মেডিক্যাল বিভাগ এবং জৈব সুরক্ষা বলয় সঠিক ভাবে পরিচালনার দরকার ছিল। মেডিক্যাল বিভাগের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। তাদের কোনোভাবেই রেহাই দেয়া যাবে না।'

প্রথমে তিনজন করোনায় আক্রান্ত হলে পরে বৃহস্পতিবার আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়। এরপরই ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে জরুরী বৈঠকে বসে পিসিবি। সেখানেই পিএসএল স্থগিদের সিদ্ধান্ত নেয়া হয়। পিএসএলের ৩৪ ম্যাচের মধ্যে ১৪টি শেষ হয়েছে মাত্র।

পিসিবির মেডিক্যাল বিভাগ মানুষের জীবন নিয়ে খেলেছে বলেও মন্তব্য করেছেন শোয়েব। পিএসএল স্থগিতের দায় পিসিবি সভাপতি এহসান মানি এড়াতে পারেন না বলেও মনে করেন পাকিস্তানের এই সাবেক পেসার। সব কিছুর উত্তর দেয়া ওয়াসিম খানের দায়িত্ব নয় বলেও মনে করেন শোয়েব।

তাঁর ভাষ্য, 'মেডিক্যাল বিভাগের শাস্তি হওয়া উচিত এবং আমি অনুরোধ করবো উর্ধ্বতন কতৃপক্ষকে। কারণ তারা মানুষের জীবন নিয়ে খেলেছে। সব দায় ওয়াসিম খানের ওপর চাপানো হয়েছে এবং তাকেই বাববার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। ওয়াসিম খান কেন? এহসান মানিকে আনা হোক। মানি সাহেব কোথায়? সব উত্তর দেয়া কি ওয়াসিম খানের দায়িত্ব? এহসান মানির উত্তর দেয়া উচিত।'