ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

কৃষ্ণাঙ্গ অধিনায়ক পরিচয়েই সীমাবদ্ধ থাকতে চান না বাভুমা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:23 শুক্রবার, 05 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার নিয়মিত মুখ হলেও সংক্ষিপ্ত ফরম্যাটে অনেকটা অচেনা টেম্বা বাভুমা। রঙিন পোশাকের ক্রিকেটে অভিজ্ঞতা বলতে ৬ ওয়ানডে এবং ৮ টি-টোয়েন্টি। গত বছরের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে খেলেছেন বছর খানেক। সেই বাভুমাকেই কিনা তুলে দেয়া হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএস) ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্ব দেয়া হলো বাভুমাকে। তবে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক পরিচয়ে আবদ্ধ না থেকে দলকে ভালোভাবে নেতৃত্ব দিতে চান এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে বাভুমা বলেন, ‘আমি এগুলোর তাৎপর্য গভীরভাবে বুঝতে পারি। আমাদের দেশের প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান (ক্রিকেট) অধিনায়ক হওয়ার সময় আপনার আমাদের দেশের ইতিহাস ও রাজনৈতিক পরিস্থিতি থেকে খুব বেশি দূরে তাকানোর দরকার নেই। তাই আমি বুঝতে পারি যে আমাদের দেশের লোকেরা কেন এটি উদযাপন করবে।’

তিনি আরও বলেন, ‘আমি যদি বলি যে এটি আমাকে শুরু থেকেই ভাবায়নি তাহলে মিথ্যে বলা হবে। আমাকে একটি প্রক্রিয়ার মধ্যে যেতে হয়েছে এবং এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি। প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান অধিনায়ক হিসেবে পরিচিত হওয়ার সঙ্গে আমি এমন একজন অধিনায়ক হতে চাই যে দলকে ভালোভাবে নেতৃত্ব দিয়েছিল এবং নিজের জায়গা তৈরি করেছিল’

বিশ্বকাপের কথা মাথায় রেখে বাভুমাকে অধিনায়কত্ব দিয়েছে সিএসএ। ২০২৩ সাল পর্যন্ত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তিনটি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিতে মুখিয়ে আছেন ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান। সেই সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে ডিন এলগারের সঙ্গে কাজ করতে মুখিয়ে তিনি।

বাভুমা বলেন, ‘প্রোটিয়াদের অধিনায়কত্ব করা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আমার কাছের লোকজন বিষয়টা জানে। এটা আমার জীবনের অনেক বড় সম্মান। কুইনি (ডি কক) যেখানে দায়িত্ব ছেড়েছে সেখান থেকে দলকে এগিয়ে নিতে চাই আমি।’

‘দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বটাকে আমি হালকাভাবে নিই না। নতুন এই চ্যালেঞ্জ, টেস্ট ক্রিকেটে ডিনের সঙ্গে যাত্রা, একই সঙ্গে নিকট ভবিষ্যতে দলকে তিনটি বিশ্বকাপে নেতৃত্ব দিতে মুখিয়ে আছি আমি।’