বাংলাদেশ-আয়ারল্যান্ড

বাংলাদেশে ম্যাচ চলাকালীন করোনা পজিটিভ আইরিশ ক্রিকেটার

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 11:47 শুক্রবার, 05 মার্চ, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছিল আয়ারল্যান্ড ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ইমার্জিং দলের আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচ। কিন্তু ম্যাচ চলাকালীনই খবর এলো করোনা পজিটিভ হয়েছেন আইরিশ ক্রিকেটার রুহান প্রিটোরিয়াস।

এর পরপরই ম্যাচটিই পরিত্যক্ত ঘোষণা করা হয়। সঙ্গে সঙ্গে সরিয়ে নেয়া হয় রুহানকে। পিপিই পরিয়ে সতীর্থদের থেকে দূরে বসিয়ে রাখা হয় এই ক্রিকেটারকে। এর আগে ৪ ওভার বোলিং করে এক উইকেটও নিয়েছিলেন তিনি। 

এর আগে গত পরশু দুই দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছিল। আজ খেলা শুরু হয়ে যাওয়ার পর সেই পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছায়। সেখানে দুর্ভাগ্যবশত পজিটিভ আসেন রুহান। 

এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেন। তবে দলের সঙ্গে সেখানে না থাকায় পুরোপুরি স্পষ্ট ধারণা দিতে পারেননি।

টসে জিতে বাংলাদেশ ইমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ইনিংসের ৩০তম ওভারে আসে দুঃসংবাদটি। এ সময় বাংলাদেশ ইমার্জিং দল ৪ উইকেটে স্কোরবোর্ডে তুলেছিল ১২২ রান। এই সময় গত পরশুদিন করা করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়।

জানা গেলে রবিবার দ্বিতীয় ওয়ানডের আগে আবারও করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। এর আগ পর্যন্ত আইসোলেশনে থাকবেন রুহান। দ্বিতীয় করোনা পরীক্ষার ফলাফলের ওপরেই নির্ভর করবে চলমান সিরিজের ভাগ্য।